অমলা শঙ্কর বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় ঠাকুমার মৃত্যুর খবর জানান তাঁর নাতনি শ্রীনন্দা শঙ্কর। ঠাকুমার সঙ্গে নিজের ছবি আপলোড করে শ্রীনন্দা লেখেন, একটি যুগের অবসান।
অমলা শঙ্কর ভারতীয় নৃত্যজগতের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব উদয় শঙ্করের স্ত্রী ছিলেন। কালজয়ী সেতার বাদক রবি শঙ্কর তাঁর দেবর। উদয় শঙ্কর ও অমলা শঙ্করের দুই সন্তান, প্রয়াত সুরকার আনন্দ শঙ্কর ও মমতা শঙ্কর। ১৯১৯ সালের ২৭ জুন অবিভক্ত ভারতের যশোরে জন্ম অমলা শঙ্করের। বাবার নাম অক্ষয় কুমার নন্দী। ১৯৩১ সালে ১১ বছর বয়সে অমলা ইন্টারন্যাশনাল কলোনিয়াল এক্সিবিশনে যোগ দিতে প্যারিস যান। সেখানে তাঁর সঙ্গে উদয় শঙ্করের দেখা হয়। তাঁর ডান্স ট্রুপে যোগ দেন তিনি। ১৯৪২-এ বিয়ে করেন তাঁরা। তাঁদের দুজনের নাচ অত্যন্ত জনপ্রিয় ছিল।
১৯৪৮ সালে কল্পনা নামে একটি ছবিতে অভিনয় করেন অমলা। উদয় শঙ্করকেও দেখা যায় এই ছবিতে, ছবির গল্প তাঁরই লেখা, সহ প্রযোজনাও করেছিলেন। অমলার চরিত্রের নাম ছিল উমা। ২০১২ কান চলচ্চিত্র উৎসবে ছবিটি দেখানো হয়, সেখানে যোগ দেন অমলা শঙ্করও। পরে এক সাক্ষাৎকারে অমলা বলেন, কানে তিনিই সর্বকনিষ্ঠ চলচ্চিত্র তারকা ছিলেন। ৮১ বছর পর ঘটে তাঁর এই কান যাত্রা।