কলকাতা: করোনা-মুক্ত সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর দ্বিতীয় পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে গতকালই। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসায় সাড়া দিচ্ছেন বর্ষীয়ান অভিনেতা।



খুলে নেওয়া হয়েছে বাইপ্যাপ। ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতি হচ্ছে পর্দার অপুর। বেলভিউ হাসপাতাল সূত্রে খবর, গতকালের তুলনায় বর্ষীয়ান অভিনেতার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। চিকিত্সকদের কথায় সাড়া দিচ্ছেন তিনি। সেরেব্রো স্পাইনাল ফ্লুইড পরীক্ষা করে দেখা গিয়েছে, কোভিডের কারণেই মানসিক অস্থিরতা তৈরি হয়েছে। স্নায়ু সংক্রান্ত সমস্যা ও অস্থিরতা কাটাতে তাঁকে দেওয়া হচ্ছে মিউজিক থেরাপি। একইসঙ্গে চলছে ফিজিওথেরাপি।

মোট ১৯ জন চিকিৎসকের একটি দল তাঁকে দেখছেন। তাঁদের আশা, সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার এই উন্নতি বজায় থাকলে, সময় লাগলেও তাঁকে সঙ্কট থেকে বের করে আনা সম্ভব হবে।

সৌমিত্র কন্যা গতকালই সোশ্যাল মিডিয়ায় জানান, চিকিৎসায় সাড়া দিচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আপাতত নন ইনভেসিভ ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন সৌমিত্র।