কলকাতা: ভালো আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। হাসপাতাল সূত্রে পাওয়া শেষ খবর, গতরাতে ভালো ঘুম হয়েছে মহারাজের। রক্তচাপ, পালস রেট, শরীরে অক্সিজেনের মাত্রা সহ সমস্ত শারীরিক প্যারামিটারই স্থিতিশীল।
তাঁকে মিনিটে ২ লিটার অক্সিজেন দেওয়া হচ্ছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। আর উডল্যান্ডসের দেওয়া সৌরভের সকালের মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে, আপাতত তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ৯৮ শতাংশ। পালস রেট মিনিটে ৭০। রক্তচাপ ১১০/৭০। মোটের উপর মহারাজের শারীরিক অবস্থা নিয়ে স্বস্তিতে চিকিৎসকরাও। আজ তাঁকে পর্যবেক্ষণের পর আগামীকাল আরও দুটি স্টেন্ট বসানো নিয়ে সিদ্ধান্ত হতে পারে।
গতরাতে চিকেন স্টু, ফল, টোস্ট সহযোগে হালকা ডিনার করেছিলেন সৌরভ। মেয়ে সানা সহ পরিবারের লোকজনের সঙ্গে কথাও বলেছিলেন। জানা গিয়েছে ডাক্তার-নার্সদের সঙ্গেও স্বাভাবিক ছন্দেই কথা বলেছেন সৌরভ।
শনিবার সকালে আচমকা অসুস্থ হয়ে পড়লেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা অধিনায়ক, ক্রিকেটের কামব্যাক কিং তথা বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
শনিবার সকালে বাড়ির জিমের ট্রেড মিলে শরীরচর্চা করছিলেন সৌরভ। হঠাত্ই তাঁর হাতে ও পিঠে ব্যথা শুরু হয়। তারপর আচমকা ব্ল্যাক আউট। মাথা ঘুরে পড়ে যান সৌরভ। পরিবারের সদস্যরা তড়িঘড়ি সৌরভকে নিয়ে আসেন উডল্যান্ডস হাসপাতালে। সঙ্গে আসেন দাদা স্নেহাশিস ও স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। পরে হাসপাতালে আসেন মেয়ে সানা।
জানা যায় মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে তাঁর। ধরা পড়ে সৌরভের হৃদপিন্ডে রক্ত সরবরাহকারী তিনটি ধমনীতে ‘ব্লকেজ’ রয়েছে। চিকিত্সকরা জানান, সৌরভ ট্রিপল ভেসেল ডিজিজে ভুগছেন। সৌরভের তিনটি ধমনী, লেফট এন্টেরিয়র ডিসেন্ডিং, সারকামফ্লেক্স আর্টারি এবং রাইট করোনারি আর্টারিতে ব্লকেজ মিলেছে। এর মধ্যে রাইট করোনারি আর্টারিতে অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন্ট বসানো হয়েছে।
আরও দুটি স্টেন্ট বসানোর পরিকল্পনা রয়েছে চিকিত্সকদের। গতকাল প্রথম স্টেন্ট বসানোর পর থেকেই স্থিতিশীল রয়েছেন তিনি।
সৌরভ গঙ্গোপাধ্যায়কে আপাতত কয়েকদিন হাসপাতালেই থাকতে হবে বলে জানিয়েছেন চিকিত্সকরা। তাঁকে ক্রমাগত নজরদারিতে রাখতে ৭ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
প্রিয় দাদা হঠাতই অসুস্থ হয়ে পড়ায় উদবিগ্ন হয়ে পড়েছিল সব মহল। রাজনৈতিক মহল হোক বা ক্রীড়াজগত, সব তরফেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।
রাতে ভালো ঘুমিয়েছেন মহারাজ, শরীরে অক্সিজেনের মাত্রা ৯৮ শতাংশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Jan 2021 08:30 AM (IST)
হাসপাতাল সূত্রে পাওয়া শেষ খবর, গতরাতে ভালো ঘুম হয়েছে মহারাজের। রক্তচাপ, পালস রেট, শরীরে অক্সিজেনের মাত্রা সহ সমস্ত শারীরিক প্যারামিটারই স্থিতিশীল।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -