কলকাতা: করোনাভাইরাসের প্রকোপে থমকে সারা দেশ তথা বিশ্ব। ভারতে আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। মৃত ১১। এমন পরিস্থিতিতে কোয়ারেন্টিনের বন্দোবস্ত গড়ে তুলতে ইডেন গার্ডেন্স খুলে দেওয়ার প্রস্তাব দিলেন ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে কোয়ারেন্টিন কেন্দ্র গড়ে তোলার জন্য ইডেন গার্ডেন্সের ইনডোর ফেসিলিটি ও প্লেয়ারদের ডর্মিটরি পশ্চিমবঙ্গ সরকারকে ব্যবহার করতে দিতে তিনি প্রস্তুত।
সংবাদসংস্থাকে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বলেছেন, সরকার বললে অবশ্যই ইডেন খুলে দেওয়া হবে। এই সময়ে যা কিছু করা প্রয়োজন, তা আমরা করব। এক্ষেত্রে কোনও সমস্যাই নেই।
উল্লেখ্য, এর আগে পুদুচেরি ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএপি) তুতিপেট ক্যাম্পাসের ডর্মিটরি করোনাভাইরাস রোগীদের জন্য কোয়ারেন্টিন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য সরকারতে দিতে চেয়েছে।
উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রীর এই ঘোষণার আগে পশ্চিমবঙ্গ সরকার করোনাভাইরাসের প্রকোপ সংক্রান্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজ্যজুড়ে লকডাউনের ঘোষণা করেছিল। ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করে সৌরভ বলেছেন, এখন খুবই কঠিন পরীক্ষার সময়। কিন্তু আমরা লড়াই করব। তিনি সরকারি নির্দেশ পালনের জন্য সবার কাছে আর্জি জানান। এই সময় বাড়িতে থাকাই গুরুত্বপূর্ণ। আইসোলেশন খুবই প্রয়োজনীয়।
সৌরভ বলেছেন, সুরক্ষিত থাকুন, সুস্থ থাকুন। ঘরবন্দি থাকতে হবে।
কোয়ারেন্টাইন কেন্দ্রের জন্য ইডেন খুলে দিতে রাজি, জানালেন সৌরভ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Mar 2020 05:18 PM (IST)
এর আগে পুদুচেরি ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএপি) তুতিপেট ক্যাম্পাসের ডর্মিটরি করোনাভাইরাস রোগীদের জন্য কোয়ারেন্টিন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য সরকারতে দিতে চেয়েছে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -