কচুয়া: জন্মাষ্টমীর পুজো দিতে গিয়ে উত্তর ২৪ পরগনার কচুয়ার লোকনাথধাম মন্দিরে পদপিষ্ট হয়ে মারা গেলেন ৬ জন। আহত ২৫। আহতদের দেখতে হাসপাতালে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকাল গভীর রাত থেকে কচুয়ার মন্দিরে শুরু হয় জন্মাষ্টমী পুজোর ভিড়। দূরদূরান্ত থেকে মন্দিরে আসতে থাকেন হাজার হাজার পুণ্যার্থী। এ সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল, মেঠো রাস্তা দিয়ে হেঁটে মন্দিরে যাচ্ছিলেন তাঁরা। বৃষ্টির কারণে অনেক পুণ্যার্থী একসঙ্গে মন্দিরে ঢোকার চেষ্টা করেন। এ সময় ভিড়ের চাপে মন্দিরে প্রবেশপথের পাঁচিলের একাংশ ভেঙে পড়ে। শুরু হয় প্রচণ্ড হুড়োহুড়ি। পদপিষ্ট হয়ে আহত হন অন্তত ৩১ জন।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ, আরজি কর ও এসএসকেএমে ভর্তি করা হয়। মেডিক্যাল কলেজে মারা যান ৪ জন, ১ জনের আরজি করে মৃত্যু হয়। পরে বসিরহাটের হাসপাতালেও মারা যান ১ জন।
এসএসকেএম হাসপাতালে আহতদের দেখতে যান মুখ্যমন্ত্রী। কথা বলেন আহত ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে। মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেন। গুরুতর আহতদের ১ লক্ষ টাকা ও অন্যান্য আহতদের ৫০ হাজার টাকা করে সাহায্য করা হবে।
আচমকা ভাঙল পাঁচিল, হুড়োহুড়ি, কচুয়ার লোকনাথধামে পদপিষ্ট হয়ে মৃত ৬
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Aug 2019 01:06 PM (IST)
বৃষ্টির কারণে অনেক পুণ্যার্থী একসঙ্গে মন্দিরে ঢোকার চেষ্টা করেন। এ সময় ভিড়ের চাপে মন্দিরে প্রবেশপথের পাঁচিলের একাংশ ভেঙে পড়ে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -