হায়দরাবাদ: তেলঙ্গনা বিধানসভা নির্বাচনে ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ পড়ার পর সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন ব্যাডমিন্টন তারকা জ্বালা গাট্টা। টুইটারে তিনি লেখেন, অনলাইন ভোটার তালিকায় খুঁজতে গিয়ে দেখি, সেখানে আমার নাম নেই। আমি ভেবে পাচ্ছি না, তাহলে আমার নামটা গেল কোথায়?





এদিন #whereismyvote হ্যাশট্যাগ দিয়ে জ্বালা লেখেন, অনলাইন তালিকায় খুঁজে না পেয়ে নিজের নাম ভোটার তালিকাতেও খুঁজি। সেখানেও ছিল না। অবাক হয়ে যাচ্ছি এটা ভেবে যে, তাহলে আমার নাম গেল কোথায়? পরের টুইটে তিনি লেখেন, এটা কেমন নির্বাচন?




কিছুক্ষণের মধ্যেই জ্বালার টুইটকে সমর্থন করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল এবং উপ-মুখ্যমন্ত্রী মণীষ সিসোদিয়া। কেজরীবাল বলেন, এটা গোটা দেশেই হচ্ছে। সিসোদিয়া লেখেন, ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন, অর্জুন পুরস্কার বিজয়ী এবং দেশের হয়ে অলিম্পিকে অংশ নেওয়া জ্বালা গাট্টার নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়া নিয়ে কী বলছে নির্বাচন কমিশন?