গাজিয়াবাদ: উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এবার থেকে বাড়িতে কুকুর পুষতে হলে ৫,০০০ টাকা দিয়ে পুরসভার কাছ থেকে লাইসেন্স নিতে হবে। শুধু তা-ই নয়, যদি কোনও পোষা কুকুরকে রাস্তায় প্রাকৃতিক কাজকর্ম সারতে দেখা যায়, তাহলে তার মালিকের ৫০০ টাকা জরিমানা হবে।

এ বিষয়ে গাজিয়াবাদের মেয়র আশা শর্মা সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন, ‘কুকুরের উৎপাত নিয়ে আমরা বহু অভিযোগ পেয়েছি। তাছাড়া এই অঞ্চলটিকে পরিচ্ছন্ন রাখাও আমাদের উদ্দেশ্য। সেই কারণেই আমরা ঠিক করেছি, কুকুর পুষতে হলে ৫,০০০ টাকা দিয়ে লাইসেন্স নিতে হবে। যদি কোনও কুকুরকে পার্কে প্রাকৃতিক কর্ম সারতে দেখা যায়, তাহলে তার মালিকের ৫০০ টাকা জরিমানা হবে। জলাতঙ্ক যাতে ছড়িয়ে না পড়ে, সেটা নিশ্চিত করার জন্য কুকুরগুলিকে প্রতিষেধক দেওয়া হচ্ছে কি না, সে বিষয়েও আমরা নজর রাখার পরিকল্পনা করছি।’

গাজিয়াবাদের সাধারণ মানুষ পুরসভার এই সিদ্ধান্তে একেবারেই খুশি নন। তাঁরা মনে করছেন, এর ফলে গরিব-মধ্যবিত্তরা সমস্যায় পড়বেন। লাইসেন্স ও জরিমানার অঙ্ক না কমানো হলে মানুষ কুকুর পোষার কথা দু’বার ভাববেন।