নয়াদিল্লি: ভারতে সংখ্যালঘুদের উপর অত্যাচারের মিথ্যা অভিযোগ তুলে, রাষ্ট্রপুঞ্জে সরব হয়েছিলেন ইমরান খান। এবার সামনে এল পাকিস্তানের একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে, সেদেশের নানকানা সাহিব গুরুদ্বার ঘেরাও করে পাথর ছুঁড়ছে ক্ষিপ্ত জনতা। এমনকী শিখ সম্প্রদায়ের মানুষদের মেরে তাড়ানোর হুমকিও দেওয়া হচ্ছে। ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত। শিখ সম্প্রদায়ের মানুষদের নিরাপত্তা বাড়াতে পাকিস্তানকে দ্রুত পদক্ষেপ করতে বলেছে বিদেশমন্ত্রক। সংবাদসংস্থা সূত্রে খবর, প্রচুর সংখ্যক ক্ষিপ্ত জনতা এদিন নানকানা সাহিব গুরুদ্বার ঘিরে শিখ-বিরোধী স্লোগান দিতে শুরু করে। জমায়েতের নেতৃত্বে ছিল একটি ছেলের পরিবার, যার বিরুদ্ধে গুরুদ্বারের এক শিখ কর্মীর মেয়েকে অপহরণ করার অভিযোগ উঠেছে।
ঘটনার ভিডিও প্রকাশ করেন অকালি দল বিধায়ক মঞ্জিন্দর সিংহ সিরসা। ভিডিও ট্যুইট করে সিরসা লেখেন, গুরুদ্বার নানকানা সাহিবের সরাসরি ফুটেজ। সেখানে শিখ-বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে। আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে দ্রুত ব্যবস্থাগ্রহণের আবেদন করছি। তিনি উদ্বেগ প্রকাশ করে জানান, এধরনের সাম্প্রদায়িক ঘটনার জেরে পাকিস্তানে বসবাসকারী শিখরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এরপরই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে দ্রুত ব্যবস্থাগ্রহণের আর্জি জানান পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ। মুখ্যমন্ত্রী আবেদন করেন, যত দ্রুত সম্ভব গুরুদ্বারের মধ্যে আটকে পড়া শিখ সম্প্রদায়ভুক্ত মানুষকে সেখান থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যেতে।