এ বিষয়েই মোদীকে আক্রমণ করে ট্যুইটে রাহুল বলেছেন, ‘দু’সপ্তাহ ধরে ১৫ জন খনি শ্রমিক জলে ভরা কয়লাখনির মধ্যে আটকে পড়ে আছেন। তাঁরা যথেষ্ট অক্সিজেন পাচ্ছেন না। এরই মধ্যে প্রধানমন্ত্রী অসমে ব্রহ্মপুত্রর উপর বগিবিল সেতু উদ্বোধন করে ছবি তুলছেন। তাঁর সরকার খনি শ্রমিকদের উদ্ধার করার জন্য হাই-প্রেশার পাম্প দিতে অস্বীকার করেছে। প্রধানমন্ত্রী, দয়া করে খনি শ্রমিকদের বাঁচান।’ ছবি না তুলে মেঘালয়ে কয়লাখনিতে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার করুন, মোদিকে রাহুল
Web Desk, ABP Ananda | 26 Dec 2018 07:37 PM (IST)
নয়াদিল্লি: মেঘালয়ে কয়লাখনিতে প্রায় দু’সপ্তাহ ধরে ১৫ জনের আটকে থাকা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তাঁর দাবি, উদ্ধারকার্যে হাই-প্রেশার পাম্প ব্যবহার করছে না সরকার। উদ্ধারকার্যে জোর দেওয়ার বদলে প্রধানমন্ত্রী ছবি তুলছেন বলেও কটাক্ষ করেছেন রাহুল। মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পার্বত্য জেলায় এ মাসের ১৩ তারিখ থেকে কয়লাখনিতে আটকে আছেন ১৫ জন কর্মী। মেঘালয়ের স্বরাষ্ট্র দফতরের আধিকারিকরা জানিয়েছেন, উদ্ধারকার্য চালানোর জন্য পর্যাপ্ত কর্মী ও প্রয়োজনীয় যন্ত্রাংশ নেই।