সংযুক্ত রাষ্ট্রপুঞ্জ: কাশ্মীর নিয়ে কথা চাইলে আগে সন্ত্রাস বন্ধ করতে হবে। পাকিস্তানকে ফের স্পষ্ট জানিয়ে দিল ভারত।
শুক্রবারই, চিনের ডাকে কাশ্মীর ইস্যুতে বেসরকারি বৈঠকে বসে সংযুক্ত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলি। সেখানে চিন বাদে কেউ কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানকে সমর্থন করেনি। বিশেষ করে, মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া জানিয়ে দেয়, কাশ্মীর ইস্যু ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক ইস্যু। এই সমস্যার সমাধান উভয় দেশের বের করা উচিত।
বৈঠক শেষ হওয়ার পর, সাংবাদিক সম্মেলনে রাষ্ট্রপুঞ্জে ভারতীয় প্রতিনিধি সঈদ আকবরউদ্দিন জানিয়ে দেন, সংবিধানের ৩৭০ ধারা যে ভারতের অভ্যন্তরীণ বিষয়, সেই নিয়ে নয়াদিল্লির অবস্থানের কোনও পরিবর্তন হয়নি। ফলে, এই নিয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না।
এরপরই, নাম না করে পাকিস্তানকে আক্রমণ করেন আকবরউদ্দিন। বলেন, কেউ কেউ আছে যারা কাশ্মীর নিয়ে ফাঁকা আওয়াজ তোলার চেষ্টা করে চলেছে। কিন্তু, তাতে কোনও লাভ হবে না। কারণ, তাদের দাবি বাস্তব চিত্রের থেকে একেবারে আলাদা। ফলে, এটা মাথায় রেখে দেওয়া ভাল-- কাশ্মীর নিয়ে কথা বলতে হলে আগে সন্ত্রাস বন্ধ করতে হবে।
বৈঠকের পর চিন ও পাকিস্তানের সাংবাদিক সম্মেলনের প্রসঙ্গে আকবরউদ্দিন বলেন, এই প্রথম দেখলাম, দুই দেশের তরফে জাতীয়স্তরে বক্তব্য পেশ করা হল। দুজনই এমন ভাব দেখাল যেন বৈঠকে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা আন্তর্জাতিক মহলের ইচ্ছা।
আকবরউদ্দিন বলেন, কাশ্মীরে সব নিষেধাজ্ঞা ক্রমশ সরিয়ে নিতে বদ্ধপরিকর ভারত। তিনি যোগ করেন, কাশ্মীরে যাতে শান্তি বজায় থাকে, তা নিশ্চিত করতে ভারত দায়বদ্ধ। এই ইস্যুতে যা যা স্বাক্ষরিত হয়েছে, আমরা তা পালন করতেও বদ্ধপরিকর।
এর আগে, সাংবাদিক সম্মেলনে এসে রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের প্রতিনিধি মালিহা লোধি বলেন, আজ নিরাপত্তা পরিষদের বৈঠকে জম্মু ও কাশ্মীরের মানুষের কথা শোনা হয়েছে। লোধি দাবি করেন, এই বৈঠক একটা বিষয় স্পষ্ট করে, কাশ্মীর দ্বিপাক্ষিক নয়, আন্তর্জাতিক ইস্যু।