Live Updates : ২ দিনে সংক্রমিত প্রায় ৯৮ হাজার, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ১৩ লক্ষ
রাজ্যগুলির মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিবদের সঙ্গে বৈঠকে এই বার্তা দিয়েছেন ক্যাবিনেট সচিব।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 25 Jul 2020 03:45 PM
প্রেক্ষাপট
নয়াদিল্লি: পূর্ব, উত্তর ও দক্ষিণ ভারতের ৯টি রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ। এই রাজ্যগুলিকে কঠোরভাবে কনটেনমেন্ট সংক্রান্ত পরিকল্পনা কার্যকর করা, করোনা পরীক্ষা বাড়ানো, চিকিৎসা ক্ষেত্রে পরিকাঠামো উন্নত...More
নয়াদিল্লি: পূর্ব, উত্তর ও দক্ষিণ ভারতের ৯টি রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ। এই রাজ্যগুলিকে কঠোরভাবে কনটেনমেন্ট সংক্রান্ত পরিকল্পনা কার্যকর করা, করোনা পরীক্ষা বাড়ানো, চিকিৎসা ক্ষেত্রে পরিকাঠামো উন্নত করা এবং উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে বলল কেন্দ্রীয় সরকার। রাজ্যগুলির মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিবদের সঙ্গে বৈঠকে এই বার্তা দিয়েছেন ক্যাবিনেট সচিব।গতকালের বৈঠকে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ ও অসমের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এই রাজ্যগুলিকে সতর্ক করে দেন ক্যাবিনেট সচিব।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
দেশে অসুখের কালো মেঘ ছেয়ে আছে। মানুষ বিপদের মধ্যে রয়েছেন। সেই বিপদকে কাজে লাগিয়ে মুনাফা লুটছে গরিব বিরোধী সরকার। ট্যুইটে এভাবেই করোনা পরিস্থিতি নিয়ে আজ মোদি সরকারকে বিঁধেছেন রাহুল গাঁধী।