Live Updates : ২ দিনে সংক্রমিত প্রায় ৯৮ হাজার, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ১৩ লক্ষ

রাজ্যগুলির মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিবদের সঙ্গে বৈঠকে এই বার্তা দিয়েছেন ক্যাবিনেট সচিব।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 25 Jul 2020 03:45 PM
দেশে অসুখের কালো মেঘ ছেয়ে আছে। মানুষ বিপদের মধ্যে রয়েছেন। সেই বিপদকে কাজে লাগিয়ে মুনাফা লুটছে গরিব বিরোধী সরকার। ট্যুইটে এভাবেই করোনা পরিস্থিতি নিয়ে আজ মোদি সরকারকে বিঁধেছেন রাহুল গাঁধী।
দেশে অসুখের কালো মেঘ ছেয়ে আছে। মানুষ বিপদের মধ্যে রয়েছেন। সেই বিপদকে কাজে লাগিয়ে মুনাফা লুটছে গরিব বিরোধী সরকার। ট্যুইটে এভাবেই করোনা পরিস্থিতি নিয়ে আজ মোদি সরকারকে বিঁধেছেন রাহুল গাঁধী।
ভারতে প্রথমবার একদিনে ৪ লক্ষ ২০ হাজারেরও বেশি করোনা পরীক্ষা করা হল। গত ২৪ ঘণ্টায় ৪,২০,৮৯৮টি পরীক্ষা হয়েছে। প্রতি ১০ লক্ষে করোনা পরীক্ষার সংখ্যা বেড়ে হল ১১,৪৮৫। মোট পরীক্ষার সংখ্যা ১,৫৮,৪৯,০৬৮।
মধ্যপ্রদশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান কোভিড পজিটিভ। তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভি আসার পর শিবরাজ জানিয়েছেন, তিনি সমস্ত বিধিনিষেধ মেনে চলছেন। চিকিত্‍সকদের পরামর্শও নিচ্ছেন। প্রতিদিন যে করোনা পর্যালোচনা বৈঠক হয় তাতে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিচ্ছেন বলেও জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।
দেশের মধ্যে সবচেয়ে বেশি মৃত ও আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্র ও দিল্লিতে। মহারাষ্ট্রে আক্রান্ত ৩ লক্ষ ৩৭ হাজার ৬০৭ জন। মৃত ১২ হাজার ৫৫৬। দিল্লিতে আক্রান্ত ১ লক্ষ ২৬ হাজার ৩২৩। মৃত ৩ হাজার ৭১৯। তবে দিল্লিতে অ্যাক্টিভ কেসের সংখ্যা কমছে। দিল্লিতে এখন অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৩ হাজার ৬৮১। যা গত সাত সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। ২৩ জুলাই অ্যাক্টিভ কেসের সংখ্যা ছিল ১৪ হাজার ৯৫৪। ২৪ জুলাই অ্যাক্টিভ কেসের সংখ্যা ছিল ১৪ হাজার ৫৫৪। সে জায়গায় ২৫ জুলাই অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৩ হাজার ৬৮১।
দেশের মধ্যে সবচেয়ে বেশি মৃত ও আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্র ও দিল্লিতে। মহারাষ্ট্রে আক্রান্ত ৩ লক্ষ ৩৭ হাজার ৬০৭ জন। মৃত ১২ হাজার ৫৫৬। দিল্লিতে আক্রান্ত ১ লক্ষ ২৬ হাজার ৩২৩। মৃত ৩ হাজার ৭১৯। তবে দিল্লিতে অ্যাক্টিভ কেসের সংখ্যা কমছে। দিল্লিতে এখন অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৩ হাজার ৬৮১। যা গত সাত সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। ২৩ জুলাই অ্যাক্টিভ কেসের সংখ্যা ছিল ১৪ হাজার ৯৫৪। ২৪ জুলাই অ্যাক্টিভ কেসের সংখ্যা ছিল ১৪ হাজার ৫৫৪। সে জায়গায় ২৫ জুলাই অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৩ হাজার ৬৮১।
করোনা সংক্রমণ রোখার লক্ষ্যে কাশ্মীরেও চলছে লকডাউন। শ্রীনগরে বন্ধ দোকানপাট, রাস্তায় যান চলাচলও প্রায় বন্ধ।
করোনা সংক্রমণ রোখার লক্ষ্যে কাশ্মীরেও চলছে লকডাউন। শ্রীনগরে বন্ধ দোকানপাট, রাস্তায় যান চলাচলও প্রায় বন্ধ।
ভারতে একদিনে করোনা সংক্রমণের নিরিখে ফের রেকর্ড। একদিনে আক্রান্ত হলেন ৪৮,৯১৬ জন। স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। দু’দিনে ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৯৮ হাজার জন। মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩,৩৬,৮৬১। এর মধ্যে বর্তমানে চিকিৎসাধীন ৪,৫৬,০৭১ জন। সুস্থ হয়ে উঠেছেন ৮,৪৯,৪৩১ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩১,৩৫৮ জন। গতকাল পরীক্ষা হয়েছে ৪,২০,৮৯৮ জনের। দেশে এখনও পর্যন্ত মোট পরীক্ষার সংখ্যা ১.৫৮ কোটিরও বেশি।
আজ থেকে মধ্যপ্রদেশের ভোপালে শুরু হল ১০ দিনের লকডাউন। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লকডাউন কার্যকর করতে তৎপর হয়েছে পুলিশ। রাস্তা প্রায় ফাঁকা, বন্ধ দোকানপাট।
আজ থেকে মধ্যপ্রদেশের ভোপালে শুরু হল ১০ দিনের লকডাউন। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লকডাউন কার্যকর করতে তৎপর হয়েছে পুলিশ। রাস্তা প্রায় ফাঁকা, বন্ধ দোকানপাট।

প্রেক্ষাপট

 

নয়াদিল্লি: পূর্ব, উত্তর ও দক্ষিণ ভারতের ৯টি রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ। এই রাজ্যগুলিকে কঠোরভাবে কনটেনমেন্ট সংক্রান্ত পরিকল্পনা কার্যকর করা, করোনা পরীক্ষা বাড়ানো, চিকিৎসা ক্ষেত্রে পরিকাঠামো উন্নত করা এবং উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে বলল কেন্দ্রীয় সরকার। রাজ্যগুলির মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিবদের সঙ্গে বৈঠকে এই বার্তা দিয়েছেন ক্যাবিনেট সচিব।

গতকালের বৈঠকে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ ও অসমের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এই রাজ্যগুলিকে সতর্ক করে দেন ক্যাবিনেট সচিব।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.