নয়াদিল্লি: শিবসেনা নেতা সঞ্জয় রাউতের আক্রমণের পাল্টা জবাব দিলেন হরিয়ানার উপমুখ্যমন্ত্রী দুষ্যন্ত চৌতালা। তিনি বলেছেন, ‘এর মানে হল, তিনি (সঞ্জয় রাউত) দুষ্যন্ত চৌতালাকে চেনেন। আমার বাবা ৬ বছর ধরে জেলে। কোনওদিন তাঁর খোঁজ নেননি সঞ্জয়জি। অজয় চৌতালাজি মেয়াদ শেষ হওয়ার আগে জেলের বাইরে আসেননি। এই ধরনের মন্তব্য সঞ্জয়জির মর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।’
আজ বিজেপি-কে আক্রমণ করতে গিয়ে হরিয়ানায় সরকার গঠনের প্রসঙ্গ উল্লেখ করে দুষ্যন্তকেও কটাক্ষ করেন সঞ্জয়। তিনি বলেন, ‘আমাদের এখানে কোনও দুষ্যন্ত নেই যার বাবা জেলে। আমরা ধর্ম ও সত্যের রাজনীতি করি।’ এই মন্তব্যেরই জবাব দিলেন দুষ্যন্ত।