সুনন্দা মৃত্যু মামলা: তারুরকে জেনেভা যাওয়ার অনুমতি দিল আদালত
Web Desk, ABP Ananda
Updated at:
20 Aug 2018 09:11 PM (IST)
NEXT
PREV
নয়াদিল্লি: সম্প্রতি প্রয়াত রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন সেক্রেটারি জেনারেল কোফি আন্নানের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানাতে, পাশাপাশি কেরলের নজিরবিহীন বন্যায় ক্ষতিগ্রস্ত কেরলের জন্য আন্তর্জাতিক সাহায্য চাইতে শশী তারুরের জেনিভা সফরে যাওয়ার আবেদন মঞ্জুর করল দিল্লির এক আদালত। প্রায় ৪ বছর আগে স্ত্রী সুনন্দা পুষ্করের দিল্লির অভিজাত হোটেলে রহস্যজনক মৃত্যুর মামলায় জামিনে থাকা কেরলের তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদ আজ সকালে আইনজীবীদের মাধ্যমে আবেদন করেন। আদালতের অনুমতি ছাড়া তিনি দেশের বাইরে যেতে পারবেন না বলে আগে নির্দেশ দিয়েছিল আদালত।
তারুরের কৌঁসুলি আদালতে সওয়াল করেন, তাঁর মক্কেল দশ বছর ধরে আন্নানের নেতৃত্বে কাজ করেছেন, রাষ্ট্রপুঞ্জে আন্নান ছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও পথপ্রদর্শক। অতিরিক্ত মেট্রপলিট্যান ম্যাজিস্ট্রেট সমর বিশাল আবেদন মঞ্জুর করে বলেন, আবেদনকারীকে ২০ ও ২১ আগস্টের মধ্যে জেনিভা যাওয়ার অনুমতি দেওয়া হল। তদন্তকারী অফিসারকে আপনার যাত্রার সূচি জানান।
আদালত গত ১ আগস্ট ডিসেম্বর পর্যন্ত আমেরিকা, কানাডা, জার্মানি সহ পাঁচটি দেশে আটবার সফরের জন্য তারুরের আবেদন মঞ্জুর করে। সেই নির্দেশ অনুসারে বর্তমানে তিনি রয়েছেন জার্মানিতে। তবে জেনেভা তাঁর আগের সফরসূচিতে ছিল না।
নয়াদিল্লি: সম্প্রতি প্রয়াত রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন সেক্রেটারি জেনারেল কোফি আন্নানের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানাতে, পাশাপাশি কেরলের নজিরবিহীন বন্যায় ক্ষতিগ্রস্ত কেরলের জন্য আন্তর্জাতিক সাহায্য চাইতে শশী তারুরের জেনিভা সফরে যাওয়ার আবেদন মঞ্জুর করল দিল্লির এক আদালত। প্রায় ৪ বছর আগে স্ত্রী সুনন্দা পুষ্করের দিল্লির অভিজাত হোটেলে রহস্যজনক মৃত্যুর মামলায় জামিনে থাকা কেরলের তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদ আজ সকালে আইনজীবীদের মাধ্যমে আবেদন করেন। আদালতের অনুমতি ছাড়া তিনি দেশের বাইরে যেতে পারবেন না বলে আগে নির্দেশ দিয়েছিল আদালত।
তারুরের কৌঁসুলি আদালতে সওয়াল করেন, তাঁর মক্কেল দশ বছর ধরে আন্নানের নেতৃত্বে কাজ করেছেন, রাষ্ট্রপুঞ্জে আন্নান ছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও পথপ্রদর্শক। অতিরিক্ত মেট্রপলিট্যান ম্যাজিস্ট্রেট সমর বিশাল আবেদন মঞ্জুর করে বলেন, আবেদনকারীকে ২০ ও ২১ আগস্টের মধ্যে জেনিভা যাওয়ার অনুমতি দেওয়া হল। তদন্তকারী অফিসারকে আপনার যাত্রার সূচি জানান।
আদালত গত ১ আগস্ট ডিসেম্বর পর্যন্ত আমেরিকা, কানাডা, জার্মানি সহ পাঁচটি দেশে আটবার সফরের জন্য তারুরের আবেদন মঞ্জুর করে। সেই নির্দেশ অনুসারে বর্তমানে তিনি রয়েছেন জার্মানিতে। তবে জেনেভা তাঁর আগের সফরসূচিতে ছিল না।
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -