নয়াদিল্লি: এবার তাদের মূল সংস্থা আলফাবেট-এর দায়িত্বও সুন্দর পিচাইয়ের হাতে তুলে দিল গুগল। যেভাবে তিনি গুগল-এর ব্যবসা বাড়িয়েছেন, আর্থিক শ্রীবৃদ্ধি ঘটিয়েছেন, এই নয়া কার্যভার তারই স্বীকৃতি।
পিচাই যখন গুগল-এর সিইও পদে নিযুক্ত হচ্ছিলেন, তখন টুইটারও তাঁকে পাওয়ার জন্য ঝাঁপায়। কিন্তু ৩৫০ কোটি টাকার প্যাকেজে তিনি বেছে নেন গুগল-কে। আর এখন গুগল তাঁর ক্ষমতায় অভিভূত। ব্যবসা বাড়ানোর পাশাপাশি যেভাবে তিনি সংস্থাকে বেশ কয়েকটি বিতর্ক থেকে উদ্ধার করেছেন, সংস্থার বিরুদ্ধে ঘৃণা ছড়ানো, গোপনীয়তায় হস্তক্ষেপ ও রাজনৈতিক পক্ষপাতিত্বের মত অভিযোগ মিটিয়েছেন, তাতে তারা তাঁর দক্ষতার ব্যাপারে নিশ্চিত হয়েছে। টার্গেট হাসিল করার ব্যাপারে তাঁর রেকর্ড গুগল-এর সহ প্রতিষ্ঠাতা ল্যারি পেজের সমান। তাঁর আমলে চালু হয়েছে গুগল টুল বার, গুগল ক্রোম, অ্যান্ড্রয়েড ও গুগল ভয়েস সার্চের মত প্রকল্প। এই সব দেখেই গুগল তাঁকে তাদের মূল সংস্থারও দায়িত্ব দিয়েছে।
পিচাইয়ের আমলে ২০১৫-য় বিজ্ঞাপন থেকে ৪.৩৫ লাখ কোটি টাকা রোজগার করে গুগল। ২০১৬ সালে ৫.৫৫ লাখ কোটি টাকা, ২০১৭-য় ৬.১০ লাখ কোটি ও ২০১৮-য় ৮.৩১ লাখ কোটি। অর্থাৎ সিইও হিসেবে পিচাই প্রতি বছর তাঁর সংস্থার রোজগার বাড়িয়েছেন, এই ৩ বছরে শুধু বিজ্ঞাপনেই গুগল-এর রোজগার বেড়েছে ৮৫ শতাংশ। ২০১৪-তেও তিনি গুগল-এর যাবতীয় পণ্য ও তাদের সবকটি মঞ্চের নেতৃত্ব দেন। ২০১৭-য় ঢুকে যান বোর্ড অফ ডিরেক্টর্সে।
গত ১৫ মাস থেকে আলফাবেট-এর রোজগার নিয়মিত বেড়েছে। বাজার মূল্যের দিক থেকে অ্যাপল, মাইক্রোসফট-এর পর তা তৃতীয় বৃহ্ত্তম সংস্থা। এর নীচে আমাজন ও ফেসবুক।
গুগল-এর পর এবার আলফাবেট-এর দায়িত্ব পেলেন সুন্দর পিচাই, জেনে নিন কারণ
ABP Ananda, Web Desk
Updated at:
05 Dec 2019 01:54 PM (IST)
গত ১৫ মাস থেকে আলফাবেট-এর রোজগার নিয়মিত বেড়েছে। বাজার মূল্যের দিক থেকে অ্যাপল, মাইক্রোসফট-এর পর তা তৃতীয় বৃহ্ত্তম সংস্থা। এর নীচে আমাজন ও ফেসবুক।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -