সাউদাম্পটন: আফগান শিবির থেকে হুঙ্কার দেওয়া হয়েছিল, নিজেদের মতো বাংলাদেশেরও বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত করে ফেলার জন্য ঝাঁপানো হবে। শেষ পর্যন্ত আফগানিস্তানের লড়াই গুঁড়িয়ে দিলেন শাকিব আল হাসান। শাকিবের অলরাউন্ড পারফরম্যান্সের দাপটে আফগানিস্তানকে ৬২ রানে হারিয়ে বিশ্বকাপের শেষ চারে ওঠার সম্ভাবনা বেঁচে রইল বাংলাদেশের। ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে বাংলাদেশ।
সোমবার প্রথমে ব্যাট করে বাংলাদেশ তোলে ২৬২/৭। দলের সর্বোচ্চ স্কোরার মুশফিকুর রহিম। ৮৭ বলে ৮৩ রান করেন তিনি। ব্যাটে সফল শাকিবও। ৬৯ বলে ৫১ রান করে তিনিই দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার।
জবাবে ব্যাট করতে নেমে ৪৭ ওভারে ২০০ রানে অল আউট হয়ে যায় আফগানিস্তান। বল হাতে ঘাতক শাকিবই। মাত্র ২৯ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন তিনি। সোমবার বাংলাদেশের অলরাউন্ডারের বোলিং পরিসংখ্যান ১০-১-২৯-৫। স্বাভাবিকভাবেই ম্যাচের সেরার স্বীকৃতিও পান শাকিবই।
সোমবার একাধিক রেকর্ডও গড়লেন শাকিব। কপিল দেব আর যুবরাজ সিংহের পরে তিনি তৃতীয় ক্রিকেটার, যাঁর একই বিশ্বকাপে সেঞ্চুরি ও পাঁচ উইকেট রয়েছে। যুবরাজের পর দ্বিতীয় ক্রিকেটার হিসাবে বিশ্বকাপে একই ম্যাচে হাফসেঞ্চুরি করার পাশাপাশি ৫ উইকেট নিয়ে নজির গড়লেন শাকিব। সোমবার তাঁর ৫-২৯ বাংলাদেশের বোলারদের মধ্যে বিশ্বকাপে সেরা। বাংলাদেশের জার্সিতে বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেটও হয়ে গেল শাকিবের। পাশাপাশি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রানের মালিকও এখন তিনি। ৪৭৬ রান করে চলতি বিশ্বকাপে সব দলের মধ্যে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহকারীও শাকিব।
ম্যাচের পর শাকিব বলেছেন, 'আমাদের বিশ্বকাপটা দারুণ যাচ্ছে। তবে ৫ উইকেটটা বেশি আনন্দ দিয়েছে।'
ব্যাটে-বলে দাপট শাকিবের, আফগানিস্তানের বিরুদ্ধে রেকর্ড গড়ে জেতালেন বাংলাদেশকে
Web Desk, ABP Ananda
Updated at:
25 Jun 2019 12:50 AM (IST)
কপিল দেব আর যুবরাজ সিংহের পরে শাকিব তৃতীয় ক্রিকেটার, যাঁর একই বিশ্বকাপে সেঞ্চুরি ও পাঁচ উইকেট রয়েছে। যুবরাজের পর দ্বিতীয় ক্রিকেটার হিসাবে বিশ্বকাপে একই ম্যাচে হাফসেঞ্চুরি করার পাশাপাশি ৫ উইকেট নিয়ে নজির গড়লেন
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -