সূরজেওয়ালা আরও বলেন, এটা কি বিধায়ক কেনাবেচা নিয়ে প্রকাশ্যে কথা বলা হল না? বিজেপি এখন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে।
শ্রীরামপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, 'দিদি, দিল্লি বহু দূর'। তারপরই এই তৃণমূলের ৪০ জন বিধায়ককে নিয়ে এমন চাঞ্চল্যকর দাবি করেন তিনি।
মোদির মন্তব্যের ঝটিতি জবাব আসে তৃণমূল শিবির থেকে। বলা হয়, বিধায়ক কেনাবেচার কথা বলছেন প্রধানমন্ত্রী। এই বক্তব্যের জন্য নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ জানানোর কথা বলা হয়।
অন্যদিকে সমাজবাদী পার্টি প্রেসিডেন্ট অখিলেশ যাদব মোদির এই মন্তব্যের তীব্র নিন্দা করে একটি টুইট বার্তায় লেখেন,'উন্নয়ন প্রশ্ন করছে,...আপনারা প্রধানমন্ত্রীর নিন্দনীয় বক্তৃতা শুনেছেন? ১২৫ কোটি দেশবাসীর উপর আস্থা হারানোর পর এখন মোদি ৪০ জন বিধায়কের দলত্যাগের অনৈতিক আশ্বাসের উপর ভরসা করছেন।'
অখিলেশ বলেছেন, এই বক্তব্য থেকেই মোদির কালোটাকা-মানসিকতা স্পষ্ট। এই বক্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে ৭২ বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করা উচিত।
প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশন যোগী আদিত্যনাথ, সিধু সহ বেশ কয়েকজন হেভিওয়েট নেতার বিরুদ্ধে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে। সেই রেশ টেনেই অখিলেশের এই প্রতিক্রিয়া।