বার্মিংহ্যাম: ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর মন্থর ব্যাটিং নিয়ে যতই প্রশ্ন উঠুক না কেন, মহেন্দ্র সিংহ ধোনি পেয়ে যাচ্ছেন দলের সমর্থন। মাহির ব্যাটিং আর স্ট্রাইক রেট নিয়ে প্রত্যেকদিন প্রশ্ন ওঠায় বিস্ময় প্রকাশ করলেন জাতীয় দলের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার।
ইংল্যান্ডের বিরুদ্ধে রবিবার ৩১ বলে ৪২ রান করেন ধোনি। তবে কয়েকটি বড় শট ছাড়া বাকি ইনিংসে মূলত খুচরো রান নিয়েছেন ধোনি। ভারত ৩১ রানে ম্যাচ হারে। ম্যাচের পরে অনেকে প্রশ্ন তোলেন, ম্যাচ জেতার মতো মরিয়া কি আদৌ ছিলেন ধোনি?
মঙ্গলবার এজবাস্টনেই বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ ভারতের। তার আগের দিন বাঙ্গার বলেছেন, ‘আমি অবাক এই প্রশ্ন রোজ ওঠায়। ধোনি দলের হয়ে নিজের দায়িত্ব পালন করছে। ওর মানসিকতা নিয়ে আমরা ভীষণ খুশি। একমাত্র আফগানিস্তান ম্যাচ বাদে (ওই ম্যাচে ৫২ বলে ২৮ রান করেন ধোনি) নিজের দায়িত্ব প্রত্যেক ক্ষেত্রে পালন করেছে ও। সাত ম্যাচের মধ্যে পাঁচটিতেই দলের হয়ে নিজের কাজটা করেছে।’
চলতি বিশ্বকাপে কঠিন পরিস্থিতিতে ধোনির দুটি ইনিংসের কথাও উল্লেখ করেছেন বাঙ্গার। বিরাট কোহলিদের ব্যাটিং কোচ বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকা ম্যাচে রোহিতের সঙ্গে ৭০ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তুলেছিল ধোনি। তারপর অস্ট্রেলিয়া ম্যাচেও ওর কাছে যা প্রত্যাশা ছিল পূরণ করেছে। ম্যাঞ্চেস্টারে কঠিন পিচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ৫৮ রান করেছিল। এখানেও (ইংল্যান্ডের বিপক্ষে) ভাল খেলেছে।’
ধোনি আর কেদার যাদবের মধ্যে কি ম্যাচ জেতার সদিচ্ছার অভাব ছিল? বাঙ্গার বলছেন, ‘আমার তা মনে হয় না। ইংল্যান্ডের বোলাররা শেষ দিকে দারুণ বল করেছে। ওরা এমন একটা কোণ তৈরি করছিল যে ব্যাটসম্যানেরা সহজে খেলতে পারছিল না। মাঠের বাউন্ডারি বিরাট বড় আর ইংরেজ বোলারদের স্লোয়ার বাউন্সার অস্ত্রও নিখুঁত ছিল। শেষ দু ওভারে বল আর প্রয়োজনীয় রানের ব্যবধানটা খুব বেশি হয়ে গিয়েছিল।’
চার নম্বরে ঋষভ পন্থকেই খেলানো হবে বলে জানিয়েছেন বাঙ্গার। বলেছেন, ‘শিখর ছিটকে যাওয়ার পর একজন বাঁহাতি ব্যাটসম্যানের অভাব অনুভূত হচ্ছিল।’ বাংলাদেশের বিরুদ্ধে তিন পেসার খেলানোর সম্ভাবনা উড়িয়ে দেননি বাঙ্গার। বলেছেন, ‘সমস্ত সম্ভাবনা খোলা রাখছে টিম ম্যানেজমেন্ট। জাডেজাও রয়েছে আমাদের নীল নকশায়।’
ধোনির ব্যাটিং নিয়ে প্রত্যেকদিন প্রশ্ন ওঠায় বিস্মিত কোহলিদের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার
Web Desk, ABP Ananda
Updated at:
01 Jul 2019 10:02 PM (IST)
ভুবনেশ্বর কুমার ফিট। বাংলাদেশের বিরুদ্ধে তিন পেসার খেলানোর সম্ভাবনা উড়িয়ে দেননি বাঙ্গার
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -