নয়াদিল্লি: সুশান্ত সিংহ রাজপুত মৃত্যুর ঘটনার তদন্তে নয়া মোড়। এবার তদন্তভার যাচ্ছে সিবিআই-এর হাতে। আজ সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, মুম্বই পুলিশের কাছ থেকে এই ঘটনার তদন্তভার সিবিআই-এর হাতে দেওয়ার বিষয়ে বিহার সরকারের অনুরোধ মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই খবর জানার পরেই ট্যুইট করে আনন্দ প্রকাশ করেছেন সুশান্তের দিদি শ্বেতা সিংহ কীর্তি।

সুশান্তের মৃত্যুর তদন্তভার আগেই সিবিআই-এর হাতে দেওয়ার দাবি জানায় বিহার সরকার। বিহার পুলিশের একটি দল এই ঘটনার তদন্তে মুম্বই যাওয়ার পর থেকেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। মুম্বই পুলিশের বিরুদ্ধে তদন্তে বাধা দেওয়া এবং অসহযোগিতার অভিযোগ আনে বিহার পুলিশ। এই পরিস্থিতিতে সিবিআই তদন্তের দাবি মেনে নিয়ে বড় পদক্ষেপ করল কেন্দ্র।

বিহারের আইপিএস অফিসার বিনয় তিওয়ারিকে কোয়ারেন্টিনে পাঠানো নিয়ে আজ মহারাষ্ট্র সরকারের সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি হৃষীকেশ রায়ের সিঙ্গল বেঞ্চ বলেছে, ‘সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর তদন্তের জন্য রবিবার পটনা থেকে মুম্বই যান বিনয় তিওয়ারি। কিন্তু তাঁকে বলপূর্বকভাবে কোয়ারেন্টিনে পাঠিয়েছে বৃহন্মুম্বই পুরসভা। এটা উপযুক্ত বার্তা দেয় না। তিনি নিজের কাজ করতেই গিয়েছেন। পেশাদারীভাবে কাজ করা উচিত ছিল।’

বিচারপতি রায় আরও বলেছেন, ‘একজন প্রতিভাবান শিল্পীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সত্য প্রকাশিত হওয়া উচিত। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে তদন্ত করতে হবে।’

এদিকে, সুশান্তের বাবার পক্ষে তাঁর আইনজীবী বিকাশ সিংহ সুপ্রিম কোর্টে জানিয়েছেন, শুধু প্রমাণ লোপাটের লক্ষ্যেই মুম্বইয়ে বিহারের আইপিএস অফিসার বিনয় তিওয়ারিকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এই ঘটনার তদন্তে মুম্বই পুলিশ যাতে বিহার পুলিশের সঙ্গে সহযোগিতা করে, আদালতকে সেই নির্দেশ দেওয়ারও আর্জি জানিয়েছেন বিকাশ।