নাগপুর: মহারাষ্ট্রের বুলধানা জেলায় এক সন্দেহভাজন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হল। ৭১ বছর বয়সি ওই ব্যক্তি সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফেরেন। তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। আজ বিকেলে তাঁর মৃত্যু হয়েছে।
সিভিল সার্জেন প্রেমচাঁদ পণ্ডিত জানিয়েছেন, ‘মৃত ব্যক্তি কয়েকদিন আগে উচ্চ রক্তচাপ নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তাঁর শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় আজ সকালে বুলধানা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। তবে আজ বিকেল ৪.২০ মিনিটে তাঁর মৃত্যু হয়। তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই পরীক্ষার রিপোর্ট এখনও পাওয়া যায়নি। রিপোর্ট এলেই জানা যাবে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন কি না।’
মহারাষ্ট্রে সৌদি আরব ফেরত সন্দেহভাজন করোনা আক্রান্তের মৃত্যু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Mar 2020 07:27 PM (IST)
তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন।
ছবি সৌজন্যে এএনআই
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -