মুম্বই: করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইকে টেস্ট ক্রিকেটের সঙ্গে তুলনা করলেন সচিন তেন্ডুলকর। তিনি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে নিজের কলমে লিখেছেন, ‘সারা বিশ্ব যখন করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে, তখন আমাদের ক্রিকেটের পুরনো ফর্ম্যাট থেকে শিক্ষা নিতে হবে। টেস্ট ক্রিকেটে কেউ যখন কোনও বিষয় বুঝতে না পেরে সেটির প্রতি শ্রদ্ধাশীল থাকে, তখন তার সুফল পাওয়া যায়। পিচের অবস্থা বা বল বুঝতে না পারলে রক্ষণই আক্রমণের সেরা ধরন হয়ে যায়। আমাদের এখন ভালভাবে রক্ষণ সামাল দিতে ধৈর্য ধরে থাকা দরকার।’
সচিন আরও লিখেছেন, ‘ক্রিকেটের পরিভাষা ব্যবহার করে বলতে পারি, ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাটে ব্যক্তিগত দক্ষতা দলকে সাহায্য করতে পারে, কিন্তু টেস্ট ক্রিকেটে পার্টনারশিপ ও টিমওয়ার্ক দরকার হয়। টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনের সুযোগ থাকে। কেউ যদি প্রথম ইনিংসে ব্যর্থ হয়, তাহলে সে দ্বিতীয় ইনিংসে ভাল পারফরম্যান্স দেখানোর সুযোগ পায়। বিভিন্ন দেশ করোনা ভাইরাসের বিরুদ্ধে আলাদাভাবে লড়াই করছে। সব দেশকেই নিজেদের একটি দলের অংশ হিসেবে ভাবতে হবে। আমাদের একেকটি সেশনের ভিত্তিতে লড়াই করতে হবে। আমাদের এই লড়াইয়ে জিততেই হবে।’
করোনার বিরুদ্ধে লড়তে হবে ধাপে ধাপে, আমাদের জয় চাই, টেস্ট ক্রিকেটের কথা উল্লেখ করে মন্তব্য সচিনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Mar 2020 07:05 PM (IST)
সচিন আরও লিখেছেন, বিভিন্ন দেশ করোনা ভাইরাসের বিরুদ্ধে আলাদাভাবে লড়াই করছে। সব দেশকেই নিজেদের একটি দলের অংশ হিসেবে ভাবতে হবে।
IF
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -