চেন্নাই: চালের বস্তায় ২৫ হাজার টাকা, সোনার গয়না রেখেছিলেন। সেটাই যে কাল হবে, তা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি তামিলনাড়ুর ৭০ বছরের বিধবা মহিলা। তাঁর সারাজীবনের সম্পদ নিয়ে পালিয়ে গেল একদল বানর। অনেক চেষ্টা করেও, সেই চালের বস্তা উদ্ধার করা সম্ভব হয়নি। সব হারিয়ে এখন হাহাকার করছেন এই বৃদ্ধা।

গতকাল এই ঘটনা ঘটেছে তামিলনাড়ুর থানজাবুর জেলার তিরুভাইয়ারু অঞ্চলের কাছে। একটি কুঁড়েঘরে একাই থাকেন জি শরতাম্বল নামে ওই বৃদ্ধা। গতকাল বিকেলে ঘরের সামনে বসে তিনি জামাকাপড় কাচছিলেন। সেই সময় বানরের দল আচমকা ঘরে ঢুকে পড়ে কলা ও চালের বস্তাটি নিয়ে পালায়। তারা স্থানীয় সরকারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ছাদে উঠে বসে কলা ও চাল খেতে শুরু করে। বৃদ্ধার চিৎকারে গ্রামবাসীরা ছুটে যান। কিন্তু সেখান থেকে টাকা ও গয়না সহ চালের বস্তা নিয়ে পালিয়ে যায় বানরের দল। অনেক খুঁজেও বানরের দলের সন্ধান পাওয়া যায়নি।

গ্রামবাসীরা জানিয়েছেন, মাঠে এবং মনরেগা প্রকল্পে কাজ করে যে টাকা পেয়েছিলেন, তা দিয়েই গয়না কিনেছিলেন শরতাম্বল। তিনি টাকাও জমিয়েছিলেন। সব হারিয়ে তিনি এখন নিঃস্ব হয়ে গিয়েছেন। এখন চিকিৎসা সহ যে কোনও প্রয়োজনেই তাঁকে টাকা ধার করতে হবে। গ্রামবাসীরা আরও জানিয়েছেন, বানরের দল প্রায়ই গ্রামে ঢুকে পড়ে। তাদের ধরে জঙ্গলে পাঠিয়ে দিতে হবে।