হায়দরাবাদ: তেলুগু দেশম পার্টি (টিডিপি) প্রধান চন্দ্রবাবু নায়ডু গৃহবন্দি করল অন্ধ্রপ্রদেশ সরকার। গৃহবন্দি করা হয়েছে তাঁর ছেলে নারা লোকেশকে। গৃহবন্দি আরও বহু টিডিপি নেতা-নেত্রী।
ওয়াই এস জগনমোহন রেড্ডির নেতৃত্বাধীন অন্ধ্রপ্রদেশ সরকারের বিরুদ্ধে বুধবারই ‘চলো আত্মাকুর’ নামে একটি মিছিল করার কথা ছিল টিডিপির। মিছিলের অনুমতি নেই, কারণ দেখিয়ে গৃহবন্দি। টিডিপি নেতাদের গৃহবন্দি করেছে অন্ধ্রপ্রদেশ পুলিশ।
নন্দিগাম শহরে প্রাক্তন টিডিপি মহিলা বিধায়ক তাঙ্গিরালা সৌম্যকে গৃহবন্দি করা হয়েছে। এদিন মিছিলের ডাকে সাড়া দিয়ে নিজ বাসভবনের সামনে শাসক দলের বিরুদ্ধে ধর্নায় বসেছিলেন সৌম্য সহ টিডিপি নেতা-কর্মীরা। তখন তাঁদের গৃহবন্দি করা হয়। উয়ুরুতে গৃহবন্দি হন বিধান পরিষদ সদস্য রাজেন্দ্র প্রসাদ।
নরসোরাওপেতা, সাত্তেনপাল্লে, পালনাড়ু ও গুরাজালা অঞ্চলে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রাজনৈতিক হিংসার প্রতিবাদে পালনাড়ুতে মিছিলের ডাক দিয়েছিলেন চন্দ্রবাবু। চন্দ্রবাবুর বাড়ি যাওয়ার চেষ্টা করলে নেতা-কর্মীদের বাধা। প্রতিবাদে ১২ ঘণ্টা অনশনে বসেছেন চন্দ্রবাবু।
টিডিপির অভিযোগ, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে পালনাড়ুতে ৮ দলীয় কর্মীকে হত্যা করা হয়েছে। রাজনৈতিক হিংসার শিকার হয়ে ভিটেছাড়া হওয়া দলীয় কর্মীদের আশ্রয় দিতে দফতরেই একটি অস্থায়ী শিবিরের বন্দোবস্ত করেছে টিডিপি। গত মঙ্গলবার থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে সংঘর্ষ বেঁধেছে ওয়াইএসআর ও টিডিপি-র মধ্যে।