এই মুহূর্তে ৩ দিনের সফরে ওয়াশিংটন ডিসিতে রয়েছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ভোটের সময় অনাবাসী ভারতীয়দের কাছে নিজের জনপ্রিয়তা বাড়াতে স্লোগান দিয়েছিলেন আব কি বার ট্রাম্প সরকার। প্রধানমন্ত্রী কথায় কথায় স্রেফ সেটারই উল্লেখ করেন, ২০২০-র মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন মাথায় রেখে নয়। তিনি কোনও স্লোগান টোগান দেননি, দিল্লি মার্কিন ঘরোয়া রাজনীতির ব্যাপারে সম্পূর্ণ নিরপেক্ষ। প্রধানমন্ত্রীর মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
জবাবে রাহুল বলেছেন, যেভাবে মোদী প্রকাশ্য জনসভায় ট্রাম্পের পৃষ্ঠপোষকতা করেছেন, তা মোটেই ভাল চোখে দেখেননি মার্কিন ডেমোক্র্যাটরা। বিদেশমন্ত্রী প্রধানমন্ত্রীর অক্ষমতা ঢাকা দেওয়ার চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন তিনি। জয়শঙ্করের উচিত প্রধানমন্ত্রীকে কিছুটা কূটনীতি শেখানো। রাহুলের টুইট।