পটনার জলবন্দি রাস্তায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনলজির ছাত্রী অদিতি সিংহর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সৌরভ অনুরাজ নামে এক ফটোগ্রাফার তাঁর ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন। 'বিপর্যয়ের মধ্যে জলপরী' এই শিরোনামে ছবি পোস্ট করা হয়েছে।
গত শনিবার এই ছবি শেয়ার করে অনুরাজ বলেছেন, তাঁরা শুধু শহরের অবস্থা তুলে ধরতে চেয়েছেন। তিনি ফেসবুকে লেখেন, পটনার বর্তমান অবস্থা দেখানোর জন্যই এই ফটোশ্যুট করা হয়েছে। ভুল অর্থে এটাকে ধরবেন না।
ইনস্টাগ্রামে এই ফটোশ্যুটের ছবিতে ১০ হাজার লাইক হয়েছে। সেইসঙ্গে এসেছে মিশ্র প্রতিক্রিয়াও।
পটনার অবস্থা তুলে ধরার চেষ্টার জন্য কেউ কেউ অদিতি ও অনুরাজের প্রশংসা করেছেন। আবার কেউ কেউ নিজেদের সুবিধার জন্য বন্যা পরিস্থিতিতে রোমান্টিক রূপ দেওয়ার জন্য তাঁদের সমালোচনা করেছেন।