নীমাচ (মধ্যপ্রদেশ): মোবাইলে টানা ছয় ঘন্টা ধরে পাবজি ব্যাটেল গেম খেলছিল ১৬ বছরের এক কিশোর।এই গেম খেলতে খেলতেই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে অভিযোগ। এমনটাই জানিয়েছে নিহত ওই কিশোরের ওই কিশোরের নাম ফুরকান কুরেশি। সে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল। গত ২৮ মে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। রাজস্থানের নাসিরাবাদের বাসিন্দা ফুকরান ও তার পরিবারের সদস্যরা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মধ্যপ্রদেশের নীমাচে এসেছিল। ফুকরানের বাবা হারুন রশিদ কুরেশি এ কথা জানিয়েছেন।
পুলিশ জানিয়েছেন, নিহত কিশোরের পরিবারের পক্ষ থেকে থানায় মৃত্যুর খবর জানানো হয়নি। তাই এই ঘটনায় কোনও তদন্ত শুরু করা হয়নি।
কুরেশি বলেছেন, গত সোমবার স্মার্টফোনে প্লেয়ার আননোনস ব্যাটেলগ্রাউন্ড (পাবজি) অললাইন গেম খেলতে খেলতে অচেতন হয়ে পড়ার আগে ফুকরানকে চিত্কার করে বলতে শোনা গিয়েছিল, ‘ব্লাস্ট ইট, ব্লাস্ট ইট’।
কুরেশি বলেছেন, ‘ও খুবই চনমনে ছেলে ছিল। আমার ছেলে পাবজি গেম খেলতে এতই নিবিষ্ট হয়ে পড়েছিল যে ও রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত খেলেছিল। কয়েক ঘন্টা ঘুমিয়েছিল এবং এরপর ঘুম থেকে উঠে সকালের খাবার খেয়ে টানা ছয় ঘন্টা গেম খেলেছিল। ওর ক্যারেক্টার খেলায় হেরে যাওয়ার পর ফুকরান চিত্কার করে বলেছিল, ব্লাস্ট ইট, ব্লাস্ট ইট’।
গেম খেলতে খেলতে অচেতন হয়ে পড়ার পর ফুকরানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি।
কার্ডিওলজিস্ট অশোক জৈন বলেছেন, ‘আমি ওকে আমার নার্সিহোমে পরীক্ষা করে দেখেছি। ওর কোনও সাড়াশব্দ ছিল না। ওর হৃদস্পন্দন থেমে গিয়েছিল। আমি সব ধরনের চেষ্টা করেছি। কিন্তু এখানে নিয়ে আসার আগেই ওর মৃত্যু হয়েছিল’।
শহরের অন্য এক কার্ডিওলজিস্ট বিপুল গর্গ বলেছেন, ‘বর্তমানে শিশুরা মোবাইলে ব্যাটেল গেম খেলতে খেলতে এতটাই মানসিক দিক থেকে মগ্ন হয়ে যায় যে, রোমাঞ্চ ও উত্তেজনার কারণে তারা তীব্র আবেগতাড়িত হয়ে পড়ে এবং এর ফলে কখনও কখনও হার্ট ফেলের শিকার হয়’।
গর্গের পরামর্শ, শিশুদের এ ধরনের মোবাইল গেম থেকে দূরে রাখতে হবে।
কোতওয়ালি থানার ইন্সপেক্টর অজয় সারওয়ান বলেছেন, ওই কিশোরের মৃত্যু সম্পর্কে তাঁদের কিছু জানানো হয়নি। তাই তাঁরা এ ব্যাপারে তদন্ত করছে না।
শিশুজের পড়াশোনায় অমনোযোগ, সামগ্রিক আচার আচরণ ও ভাষায় ক্ষতিকারক প্রভাবের জন্য ওই জনপ্রিয় স্মার্টফোনকে দায়ী করা হয়।
গুজরাটের কয়েকটি শহরে এই গেম নিষিদ্ধ করা হয়েছে।
টানা ছয় ঘন্টা ধরে মোবাইলে পাবজি গেম খেলার পর মৃত্যু কিশোরের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 May 2019 06:24 PM (IST)
মোবাইলে টানা ছয় ঘন্টা ধরে পাবজি ব্যাটেল গেম খেলছিল ১৬ বছরের এক কিশোর।এই গেম খেলতে খেলতেই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে অভিযোগ। এমনটাই জানিয়েছে নিহত ওই কিশোরের ওই কিশোরের নাম ফুরকান কুরেশি।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -