নয়াদিল্লি: রেলের বাইরেও এবার ট্রেন চালাবে অন্য সংস্থা। এবার তেজস এক্সপ্রেস চালানোর দায়িত্ব পেল আইআরসিটিসি। দিল্লি-লখনউ, আমদাবাদ-মুম্বই রুটে দু’জোড়া ট্রেন চালানোর দায়িত্ব পেল আইআরসিটিসি। এতদিন রেলের ক্যান্টিনের দায়িত্বে ছিল আইআরসিটিসি। এবার এই সংস্থা ট্রেনও চালাবে। রেলমন্ত্রক সূত্রে খবর, স্টেশন থেকে মিলবে না এই দু’জোড়া ট্রেনের টিকিট। টিকিট কাটতে হবে আইআরসিটিসি-র ওয়েবসাইটে। ৬০ দিন আগে মিলবে টিকিট। আইআরসিটিসি-র টিকিটে মিলবে না কোনও ছাড়। পাঁচ বছরের বেশি বয়সের শিশুদের পুরো ভাড়া দিতে হবে। আইআরসিটিসির ট্রেনের টিকিটে থাকবে না ‘তৎকাল’।


রেলমন্ত্রক সূত্রে আরও জানা গিয়েছে, দিল্লি-লখনউ তেজস এক্সপ্রেসের যাত্রীরা বিনামূল্যে ২৫ লক্ষ টাকা বিমার সুবিধা পাবেন। তাঁরা লখনউ জংশনের বিশ্রাম কক্ষ এবং নয়াদিল্লি রেলস্টেশনের এগজিকিউটিভ লাউঞ্জ ব্যবহারের সুবিধা পাবেন। আইআরসিটিসি পরিচালিত ট্রেনগুলিতে বিদেশিদের জন্য পাঁচটি করে এগজিকিউটিভ ক্লাস ও এসি চেয়ার কারের আসন সংরক্ষিত থাকবে। এই ট্রেনগুলির যাত্রীরা চাইলে তাঁদের বাড়ি বা অন্য কোনও জায়গা থেকে মালপত্র নিয়ে এসে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।