হায়দরাবাদ: গত চার বছরে তেলঙ্গানার তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪১ শতাংশ বেড়ে হয়েছে ২২.৬১ কোটি টাকা। তাঁর দল টিআরএস-এর নির্বাচনী প্রতীক গাড়ি হলেও কেসিআরের কোনও গাড়ি নেই। রাজ্য বিধানসভা ভোটে লড়াইয়ের জন্য কমিশনের কাছে মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা তাঁর হলফনামায় এই তথ্য জানা গেছে।
বুধবার গাজওয়েল বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য কেসিআর মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ৭ ডিসেম্বর তেলঙ্গানায় বিধানসভা ভোট।
২০১৪-তে কেসিআরের ঘোষিত স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ১৫.৯৫ কোটি টাকা। হলফনামা অনুসারে, গত চার বছরে সম্পত্তির পরিমাণ প্রায় ৪১ শতাংশ বেড়েছে। হলফনামায় বলা হয়েছে, চন্দ্রশেখর রাওয়ের কোনও গাড়ি নেই। হলফনামা অনুসারে, টিআরএস প্রধান ২০১৪-তে ৩৭.৭০ একর কৃষিজমির মালিক ছিলেন। বর্তমানে তা বেড়ে হয়েছে ৫৪.২৪ একর।
হলফনামায় বলা হয়েছে, ২০১৪-তে তাঁর ঋণ ছিল ৭.৮৭ কোটি টাকা। বর্তমানে তা বেড়ে হয়েছে ৮.৮৯ কোটি টাকা।
টিআরএস প্রধানের চার বছরে সম্পত্তির পরিমাণ বেড়ে ২২.৬১ কোটি টাকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Nov 2018 08:44 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -