নয়াদিল্লি: তেলঙ্গানায় বিধানসভা নির্বাচনে অভিনব প্রচার করতে দেখা যাচ্ছে নির্দল প্রার্থী আকুলা হনুমন্তকে। কোরাটলা কেন্দ্রের এই প্রার্থী বাড়ি বাড়ি প্রচারে গিয়ে চটি বিলি করছেন। তিনি ভোটারদের বলছেন, ‘আমি যদি ভোটে জেতার পর এই কেন্দ্রে উন্নয়নমূলক কাজ না করতে পারি, তাহলে প্রকাশ্যে এই চপ্পল দিয়ে আমাকে মারার অধিকার আছে ভোটারদের।’
তেলঙ্গানায় ভোটগ্রহণ করা হবে আগামী ৭ ডিসেম্বর। ভোট গণনা ১১ ডিসেম্বর। কোরাটলা একটি উল্লেখযোগ্য কেন্দ্র। বর্তমানে এই কেন্দ্রের বিধায়ক রাজ্যের শাসক দল টিআরএস-এর কে বিদ্যাসাগর রাও। হনুমন্তের অভিনব প্রচার সবারই নজর কেড়েছে। তবে ভোটবাক্সে এর প্রতিফলন হবে কি না, সেটা এখনই বলা যাচ্ছে না।