নয়াদিল্লি: ব্যবহারকারীরা কতটা সময় কাটাচ্ছেন সেটা জানানোর জন্য এবার নতুন ফিচার চালু করল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক সাইট ফেসবুক। সম্প্রতি ইনস্টাগ্রাম এই ধরনের ফিচার চালু করেছে। একই পথে হাঁটল ফেসবুকও।
একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এই নতুন ফিচারের মাধ্যমে প্রতিদিন বা প্রতি সপ্তাহে কতটা সময় ফেসবুকের জন্য ব্যয় করছেন তার হিসেব পাবেন। চাইলে তাঁরা ফেসবুক ব্যবহারের সময়ও নির্দিষ্ট করে রাখতে পারেন।
ওই প্রতিবেদনে আরও জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখেই নতুন ফিচার চালু করেছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। একই পন্থা নিচ্ছে অ্যাপল ও গুগল।
ফেসবুকে কতক্ষণ সময় কাটাচ্ছেন? জানাবে নতুন ফিচার
Web Desk, ABP Ananda
Updated at:
23 Nov 2018 04:50 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -