প্রয়োজনীতা কমছে ডুয়েল সিমের, ভারতে ২০১৯-এ ৬ কোটি মোবাইল সংযোগ কমছে?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Nov 2018 09:29 PM (IST)
নয়াদিল্লি: আগামী ছয় মাসে প্রায় ৬ কোটি গ্রাহক তাঁদের মোবাইল সংযোগকে বিদায় জানাতে চলেছেন? সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট যে কথা বলা হয়েছে তা টেলিকম শিল্পের ক্ষেত্রে একটি বড় ধাক্কা হতে পারে বলে মনে করা হচ্ছে। গ্রাহকদের আচরণ সংক্রান্ত এই রিপোর্টে বলা হয়েছে, গ্রাহকরা তাঁদের মোবাইলে দুটির পরিবর্তে একটি সিম রাখাই পছন্দ করছেন। সেজন্য আগামী ছয় মাসে গ্রাহকরা একাধিক সিম কার্ডের সংযোগ ছেড়ে দিতে পারেন। সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে সিওএআই ডিরেক্টর জেনারেল রঞ্জন ম্যাথুকে উদ্ধৃত করে বলা হয়েছে, আগামী ছয় মাসে গ্রাহক সংখ্যা ২৫ থেকে ৩০ মিলিয়ন কমতে পারে। রিপোর্ট অনুসারে, ইন্ডাস্ট্রির পদস্থ কর্মকর্তা ও বিশ্লেষকরা বলেছেন, ভোডাফোন ও ভারতীয় এয়ারটেলের মতো বাজারের প্রথমসারির সংস্থাগুলি ন্যুনতম রিচার্জ প্ল্যান এনেছে এবং ওই প্ল্যানগুলি নয়া সংস্থা রিলায়েন্স জিও-র ন্যুনতম টারিফ প্ল্যানের প্রায় সমতুল। এরফলে গ্রাহকরা এই সংস্থাগুলির মধ্যে যে কোনও একটিকে বেছে নেবেন। টেলিকম শিল্পক্ষেত্রের সঙ্গে যুক্ত হেমন্ত এম যোশীকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, ভিন্ন মূল্যসূচী ও বিভিন্ন জায়গায় পরিষেবার গুণমাণের সুবিধা নিতে গ্রাহকরা দুটি সিম ব্যবহার করেন। এখন বিভিন্ন অপারেটরদের পরিষেবার মূল্য ও মান একই হলে সেক্ষেত্রে একাধিক সংযোগ গ্রহণের প্রয়োজনীয়তা ততটা গুরুত্বপূর্ণ থাকবে না।