হায়দরাবাদ: তিন মেয়েকে খুন করে আত্মঘাতী হলেন এক মহিলা। এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তেলঙ্গানার জগুলম্বা গাড়ওয়াল জেলার মল্লপুর গ্রামে। তিন মেয়েকে হ্রদের জলে ঠেলে ফেলে দেওয়ার পর নিজে ঝাঁপিয়ে পড়েন ওই মহিলা। পরে জল থেকে চারটি দেহই উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন মেয়েকে খুন করা ওই মহিলার বয়স ৩২ বছর। মেয়েগুলির বয়স যথাক্রমে ১০ বছর, ৩ বছর ও ১১ মাস। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মেয়েগুলির মা মদের নেশা করতেন। তিনি বড় ও মেজ মেয়ের কোমরে তোয়ালে দিয়ে বেঁধে তাদের একসঙ্গে জলে ঠেলে ফেলে দেন। এরপর নিজে ছোট মেয়েকে নিয়ে হ্রদে লাফিয়ে পড়েন।
ঠিক কী কারণে ওই মহিলা এই কাণ্ড ঘটালেন, সেটা অবশ্য এখনও জানতে পারেননি তদন্তকারীরা। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এই ঘটনার সময় ওই মহিলার স্বামী স্থানীয় একটি মাঠে কাজ করছিলেন। তিনি এ বিষয়ে কিছুই জানতেন না। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ।
‘মদের নেশা’, ৩ মেয়েকে হ্রদের জলে ফেলে খুন করে আত্মঘাতী তেলঙ্গানার মহিলা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Nov 2020 10:00 PM (IST)
Cops have started probe. | ঠিক কী কারণে ওই মহিলা এই কাণ্ড ঘটালেন, সেটা অবশ্য এখনও জানতে পারেননি তদন্তকারীরা।
ফাইল ছবি
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -