নয়াদিল্লি:  পুত্রসন্তানের মা হলেন টেনিস সুন্দরী সানিয়া মির্জা। ক্রিকেটার শোয়েব মালিককে ২০১০ সালে বিয়ে করেন সানিয়া। বিয়ের আট বছর পর এই তাঁদের প্রথম সন্তান হল। বেবি মির্জা মালিকের আগমণের খবর নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে আজ সকালে প্রথম জানান বলিউড কোরিওগ্রাফার এবং পরিচালক ফারহা খান। আপাতত মা এবং নবজাত দুজনেই সুস্থ আছেন বলে জানা গিয়েছে।




পিসি হওয়ার পর আনন্দে আত্মহারা ফারহা খান এই পোস্টটি করেন....

ফারহার কিছুক্ষণ পর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছেলে হওয়ার কথা ঘোষণা করেন বাবা শোয়েব মালিক।



এই বছরের শুরুতে এপ্রিল নাগাদ অন্তঃসত্ত্বা হওয়ার খবর সকলকে জানান সানিয়া। তারপর সানিয়ার বেবি-শাওয়ারের বিভিন্ন ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ২০১০ সালের ১২ এপ্রিল পাক ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেন সানিয়া মির্জা।