নয়াদিল্লি: এশিয়ান গেমসে জিতেছেন রুপো। জাতীয় স্তরে চ্যাম্পিয়ন। মোট ১৭ বার সোনা জিতেছেন। কিন্তু তারপরেও বক্সার দীনেশ কুমারকে এখন অর্থের অভাবে হরিয়ানার রাস্তায় কুলফি বিক্রি করতে হচ্ছে। সরকারের কাছ থেকে কোনওরকম সাহায্য পাননি এই চ্যাম্পিয়ন।

দীনেশ জানিয়েছেন, তিনি যাতে আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় যোগ দিতে পারেন, তার জন্য ঋণ নিয়েছিলেন তাঁর বাবা। সেই ঋণ শোধ করার আগেই পথ দুর্ঘটনায় মারাত্মক জখম হন তিনি। চিকিৎসার জন্য ফের ঋণ নিতে হয়। এই ঋণ শোধ করার জন্যই বাবার সঙ্গে কুলফি বিক্রি করতে বাধ্য হচ্ছেন দীনেশ।

এই বক্সার এখন সরকারের কাছ থেকে সাহায্য চাইছেন। এ বিষয়ে তিনি বলেছেন, ‘সরকারের কাছে অনুরোধ, আমাকে ঋণ শোধ করতে সাহায্য করা হোক। আমার সরকারি চাকরি দরকার। আমি ভাল খেলোয়াড়। সরকারের সাহায্য পেলে তরুণ খেলোয়াড়দের আন্তর্জাতিক স্তরের জন্য তৈরি করতে পারব।’