আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংহর ট্যুইট, ‘দিল্লির ২ কোটি পরিবারের লোকজন জানিয়ে দিলেন, তাঁদের ছেলে অরবিন্দ কেজরীবাল সন্ত্রাসবাদী নন, কট্টর দেশভক্ত। বিপুল সংখ্যাগরিষ্ঠতা দেওয়ার জন্য দিল্লির মহান জনতাকে মাথা ঝুঁকিয়ে শত শত প্রণাম।’
দিল্লিতে এবারের বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন আম আদমি পার্টির বিরুদ্ধে শাহিনবাগে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে অবস্থান বিক্ষোভে মদত দেওয়ার অভিযোগ করে বিজেপি। কেজরীবালকে সন্ত্রাসবাদী বলেও দাবি করা হয়। আজ তারই জবাব দিয়ে সঞ্জয় বলেছেন, ‘বিজেপি সন্ত্রাসবাদী বলায় অত্যন্ত আহত হয়েছিলেন অরবিন্দ কেজরীবাল। আমাদের আরও বলা হয়েছিল, দিল্লির ভোট ভারত-পাকিস্তান ম্যাচ। ভারত জিতে গিয়েছে।’
দিল্লিতে এখনও পর্যন্ত যা ভোটগণনা হয়েছে, তাতে আপ-এর জয় নিশ্চিত হয়ে গিয়েছে। ফের সরকার গঠন করতে চলেছেন কেজরীবাল। প্রচার চলাকালীন দিল্লিবাসীকে আপ-এর পক্ষে ভোট দেওয়ার আর্জি জানান কিশোর। আজ আপ-এর জয়ে স্বভাবতই খুশি তিনি।