নয়াদিল্লি: সবকটি বুথ ফেরত সমীক্ষা আপকে এগিয়ে রাখলেও নিজের মত থেকে এক চুল সরেননি দিল্লি বিজেপি সভাপতি মনোজ তিওয়ারি। সমীক্ষার ফল যাই বলুক, তিনি দাবি করেন, রাজধানীতে বিজেপিই ফিরছে, তাঁরা ৪৮-এর বেশি আসন পাচ্ছেন। তখন যেন কেউ ইভিএমকে দোষ না দেন। এমনকী আজ সকালেও জেদ ধরে ছিলেন, তাঁরাই জিতছেন, কপাল ভাল থাকলে ৫৫ আসনও জুটে যেতে পারে।


ভোটের ফলের ট্রেন্ড স্পষ্ট হওয়ার পর অবশ্য মনোজের মুখের হাসি ফিকে হয়েছে। তবে দুঁদে রাজনীতিকের মতই ভোজপুরী ফিল্মের এই প্রাক্তন সুপারহিট নায়ক বলেছেন, ফল নিয়ে তিনি এখনও আশাবাদী।

আজ সকালে মনোজ বলেন, তিনি মোটেও নার্ভাস নন। বরং আত্মবিশ্বাসী, দিনটা বিজেপির পক্ষে ভালই যাবে। আজ রাজধানীতে ক্ষমতায় আসছেন তাঁরা। যদি ৫৫টা আসনও পেয়ে যান, কেউ যেন অবাক না হন। এমনকী বিজেপি সদর দফতরে উৎসব শুরু হয়ে গিয়েছে বলেও জানান তিনি। তবে ভোটের ফল যাই হোক, ২২ বছর পর দিল্লি জয় করতে এবার চেষ্টার ত্রুটি রাখেনি বিজেপি। এমন আক্রমণাত্মক ঢঙে প্রচার করতে দীর্ঘদিন দেখা যায়নি তাদের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোটপ্রচারে নেমে খোলাখুলি জাতীয়তাবাদের তাস খেলেন, অভিযোগের আঙুল তোলেন শাহিনবাগ বিক্ষোভকারীদের দিকে।

বিজেপি ভিডিও করেও প্রচার করে, আপ ও কংগ্রেস মানুষকে ভুল পথে চালিত করে সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে নামাচ্ছে। যদিও আপ মূলত প্রচার করে তাদের ৫ বছরের কাজের কথা সামনে রেখে। তবে পরে চাপের মুখে শাহিনবাগ থেকে বিজেপি কেন বিক্ষোভকারীদের উঠিয়ে দিচ্ছে না সেই প্রশ্ন তোলে তারা।