নয়াদিল্লি: নানকপুরা অঞ্চলে সর্বোদয় কো-এডুকেশন সিনিয়র সেকেন্ডারি স্কুলে গিয়ে পড়ুয়াদের সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তিনি জানিয়েছেন, ‘নমস্তে, এই স্কুলটি খুব সুন্দর। চিরাচরিত নৃত্যের মাধ্যমে আমাকে স্বাগত জানানোর জন্য ধন্যবাদ। আমি এই প্রথম ভারতে এলাম। এদেশের লোকজন অতিথিবৎসল ও দয়ালু।’



আজ ওই স্কুলে যাওয়ার পর মেলানিয়ার কপালে টিপ পরিয়ে স্বাগত জানায় এক খুদে পড়ুয়া। তাঁকে মালাও পরিয়ে দেওয়া হয়। এরপর লোকসঙ্গীত ও নৃত্য পরিবেশন করে পড়ুয়ারা। তাদের সঙ্গে কথা বলেন মেলানিয়া। তিনি প্রথামাফিক ভারতীয় অভ্যর্থনা পেয়ে খুশি।



ওই স্কুলে প্রথম যে ক্লাসরুমে যান মেলানিয়া, সেখানে বোর্ডে লেখা ছিল, ‘বইয়ের সাম্রাজ্যে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে স্বাগত।’ পড়ুয়ারা ‘নমস্তে’ বলে মেলানিয়াকে অভ্যর্থনা জানায়। মার্কিন ফার্স্ট লেডিও হাত জড়ো করে তাদের উদ্দেশে পাল্টা সৌজন্য দেখান। এরপর তিনি যে ক্লাসটিতে যান, সেখানে পড়ুয়ারা যোগাসন প্রদর্শন করে। আরও কয়েকটি ক্লাস ঘুরে দেখেন মেলানিয়া। তাঁকে উপহার হিসেবে দেওয়া হয় মধুবনী পেইন্টিং।