আফ্রিদি আরও বলেছেন, ‘একজন ব্যক্তির জন্যই ভারত-পাকিস্তানের সম্পর্কের অবনতি হয়েছে। আমরা সেটা চাই না। সীমান্তের দু’পারের লোকজনই একে অপরের দেশে যেতে চান। মোদি কী চান এবং তাঁর উদ্দেশ্য কী, সেটা আমি বুঝতে পারছি না।’
ভারত-পাক দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ ২০১৩ সালের পর থেকেই বন্ধ। সেবার ভারত সফরে গিয়েছিল পাকিস্তান। অন্যদিকে, ভারতীয় দল শেষবার পাকিস্তান সফরে গিয়েছিল ২০০৬ সালে। গত কয়েক বছর ধরে শুধু বহুদেশীয় প্রতিযোগিতাতেই দু’দল মুখোমুখি হচ্ছে।