মোদি যতদিন ক্ষমতায় আছেন ভারত-পাকিস্তান সম্পর্কের উন্নতি সম্ভব নয়, দাবি আফ্রিদির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Feb 2020 11:29 AM (IST)
ভারত-পাক দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ ২০১৩ সালের পর থেকেই বন্ধ।
নয়াদিল্লি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রের শাসক দল বিজেপি-কে তীব্র আক্রমণ করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘মোদি যতদিন ক্ষমতায় আছেন, আমরা ভারতের দিক থেকে কোনও সাড়া পাব বলে মনে হয় না। মোদি কী চিন্তা করেন, সেটা আমরা সবাই বুঝি। এমনকী, ভারতীয়রাও সেটা বোঝেন। মোদির চিন্তাভাবনা নেতিবাচক।’ আফ্রিদি আরও বলেছেন, ‘একজন ব্যক্তির জন্যই ভারত-পাকিস্তানের সম্পর্কের অবনতি হয়েছে। আমরা সেটা চাই না। সীমান্তের দু’পারের লোকজনই একে অপরের দেশে যেতে চান। মোদি কী চান এবং তাঁর উদ্দেশ্য কী, সেটা আমি বুঝতে পারছি না।’ ভারত-পাক দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ ২০১৩ সালের পর থেকেই বন্ধ। সেবার ভারত সফরে গিয়েছিল পাকিস্তান। অন্যদিকে, ভারতীয় দল শেষবার পাকিস্তান সফরে গিয়েছিল ২০০৬ সালে। গত কয়েক বছর ধরে শুধু বহুদেশীয় প্রতিযোগিতাতেই দু’দল মুখোমুখি হচ্ছে।