নয়াদিল্লি: সোমবার থেকে শুরু হচ্ছে চতুর্থ দফার লকডাউন। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জারি করল নয়া নির্দেশিকা। চতুর্থ দফায় লকডাউনে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। তবে বন্ধও থাকছে বিভিন্ন পরিষেবা। এক নজরে দেখে নেওয়া যাক কী কী খুলছে, বন্ধই বা থাকছে কী কী। রাজ্যে কী কী বিধিনিষেধ থাকবে, কোন কোন ক্ষেত্রে থাকবে ছাড়, ঘোষণা করা হবে আগামীকাল।


কোন কোন ক্ষেত্রে ছাড়?

  • আন্তঃরাজ্য যাত্রীবাহী বাস ও গাড়ি চলাচল করতে পারবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির যৌথ সম্মতি প্রয়োজন।

  • স্টেডিয়াম ও স্পোর্টস কমপ্লেক্স খোলা যাবে। তবে দর্শকদের ঢোকার অনুমতি দেওয়া হবে না।

  • সর্বাধিক ৫০ জন অতিথিকে নিয়ে বিয়ের অনুষ্ঠানে অনুমতি দেওয়া হয়েছে।

  • শেষকৃত্যে থাকতে পারবেন সর্বাধিক ২০ জন।

  • দোকানগুলিতে বলা হয়েছে, গ্রাহকদের থেকে ৬ ফিট দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে।

  • রেড জোনে অনাবশ্যকীয় জিনিস বিক্রিতে অনুমতি দেওয়া হয়েছে ই-কমার্সকে।

  • কনটেনমেন্ট জোনে শুধুমাত্র অত্যাবশ্যকীয় পরিষেবা পাওয়া যাবে।

  • রেস্তোরাঁগুলো ক্রেতাদের হোম ডেলিভারি মারফত খাবার বিক্রি করতে পারবে।

  • চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রে অন্তঃরাজ্য ও আন্তঃরাজ্য যাতায়াতে ছাড় দেওয়া হচ্ছে।

  • সমস্তরকম পণ্য পরিষেবা, এমনকী ফাঁকা ট্রাকও চলাচল করতে পারবে।

  • রিকশা, অটোরিকশা, ট্যাক্সি চলাচলে অনুমতি। খুলবে সেলুন।

  • সোশ্যাল ডিসট্যান্সিং মেনে ওপিডি ও মেডিক্যাল ক্লিনিক খোলায় অনুমতি দেওয়া হয়েছে।

  • বাড়ি থেকে কাজ বা ওয়ার্ক ফ্রম হোম পদ্ধতি বজায় রাখায় জোর দেওয়া হবে।


 

নিষেধাজ্ঞা কীসে?

  • অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক উভয় বিমান পরিষেবাই চতুর্থ লকডাউনে বন্ধ থাকবে।

  • বন্ধ থাকবে মেট্রো রেল পরিষেবা।

  • স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

  • বন্ধ থাকবে হোটেল-রেস্তোরাঁ। তবে হোম ডেলিভারির জন্য রেস্তোরাঁর রান্নাঘর খোলা রাখা যাবে।

  • ৩১ মে পর্যন্ত বন্ধ সব সিনেমা হল, শপিং মল, জিমন্যাশিয়াম, স্যুইমিং পুল, বিনোদন পার্ক, থিয়েটার, বার, অডিটোরিয়াম।

  • ক্রীড়াঙ্গন ও স্টেডিয়ামগুলি খোলার নির্দেশ দেওয়া হলেও সেখানে কোনও দর্শককে ঢুকতে দেওয়া হবে না।

  • লকডাউন ফোরে সব সামাজিক, রাজনৈতিক, বিনোদন, শিক্ষামূলক, সাংস্কৃতিক, খেলাধূলা, ধর্মীয় অনুষ্ঠান ও জমায়েতও নিষিদ্ধ।

  • ধর্মীয় স্থান জনগণের জন্য বন্ধ থাকবে।

  • জরুরি প্রয়োজন ছাড়া সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত বাড়ির বাইরে বেরনো যাবে না।

  • প্রকাশ্য স্থানে মদ্যপান করা বা পান, গুটখা ও তামাকজাত দ্রব্য সেবন করা যাবে না।