মুম্বই: মহারাষ্ট্রের বিজেপি বিধায়কের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগে তুমুল বিতর্ক। ঘাটকোপার বিধানসভা কেন্দ্রের রাম কদম নামে ওই বিধায়ক দহি হান্ডি অনুষ্ঠানের সময় অল্পবয়সি ছেলে-ছোকরাদের উদ্দেশ্য করে বলেন, তোমরা যে কোনও প্রয়োজনে আমার কাছে আসতে পার। অনেক ছেলেই মেয়েরা প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় তাঁর সাহায্য চেয়ে যোগাযোগ করেছে বলে জানিয়ে কদম বলেন, আমি সাহায্য করব, ১০০ পারসেন্ট। অভিভাবকদের নিয়ে এস। তাঁরা অনুমতি দিলে আমি পছন্দের মেয়েটাকে কিডন্যাপ করে এনে বিয়ের জন্য তোমার হাতে তুলে দেব। মারাঠিতে কদমের এই ঘোষণার ভিডিও ভাইরাল হয়েছে। তাঁর মোবাইল নম্বরও শেয়ার করতে শোনা গিয়েছে কদমকে।
তিনি অবশ্য তাঁর মন্তব্য বিকৃত করা হয়েছে বলে দাবি করছেন। ট্যুইটারেও তোপের মুখে পড়েছেন কদম। পরে অবশ্য দুঃখ প্রকাশ করেছেন।
শিবসেনার দাবি, কদম ক্ষমা চান। তারা মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশকে বলেছে, মেয়েদের নিরাপত্তা বিপন্ন হচ্ছে কদমের এহেন মন্তব্যে। কী ব্যবস্থা নিচ্ছেন তাঁর বিরুদ্ধে? প্রসঙ্গত, ফঢ়নবিশ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীও।
কংগ্রেস তাঁর গ্রেফতারি চেয়েছে। এনসিপি, এমএনএস বলেছে, শাসক দলের ‘রাবণের চেহারা’ই ফুটে উঠেছে কদমের মন্তব্যে। ফঢ়নবিশের বাড়ির বাইরে পোস্টার মেরেছে রাজ ঠাকরের এমএনএস, যাতে বলা হয়েছে, ‘দাপুটে’ বিধায়ক নিজেকে সহানুভূতিশীল বলে দাবি করছেন। উনি মেয়েদের অপহরণ করাবেন। ওর লোকজন এমন করতে এলে পুলিশের কাছে অভিযোগ করুন, আমাদেরও জানান। আপনদের মেয়েদের সুরক্ষিত রাখতে আমরা সাহায্য করব।
শিবসেনার আদিত্য ঠাকরে ট্যুইট করেছেন, মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়াবেন, বিধায়কের এই ঘোষণায় পরিষ্কার, বিয়েটাকে উনি সরকার গঠনের মতো ব্যাপার মনে করেন। যে মহারাষ্ট্র সংস্কৃতি, নারী স্বাধীনতাকে মর্যাদা দেয়, সেখানকার বিধানসভায় ওর মতো একজনের থাকায় লজ্জা, অসম্মানের।