নয়াদিল্লি: দিল্লিতে শনিবার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। তার আগে আজ দ্বারকায় বিজেপি-র জনসভায় বিরোধীদের তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বিশেষ নিশানা করেন আম আদমি পার্টিকে। তিনি বলেন, ‘দেশের রাজধানীর জনতার মেজাজ বিজেপি-র পক্ষে। আমাদের এই দশকে পথ দেখাতে হবে। ৮ ফেব্রুয়ারি আমাদের একসঙ্গে রুখে দাঁড়াতে হবে। কারণ, দিল্লিতে এমন একটি সরকার দরকার যেটি দোষারোপ করে না, দিশা দেয়।’
আম আদমি পার্টিকে আক্রমণ করে মোদি আরও বলেন, ‘গত পাঁচ বছর ধরে অরবিন্দ কেজরীবাল ও তাঁর দল দিল্লির গরিব মানুষের জন্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প আটকে রেখেছেন। দিল্লি মেট্রোর সম্প্রসারণেও বাধা সৃষ্টি করছে রাজ্য সরকার। মানুষ এখন বলছেন, দেশ বদলাচ্ছে, দিল্লিতেও পরিবর্তন দরকার। আপ-এর নেতৃত্বাধীন দিল্লি সরকার ঘৃণার রাজনীতি করছে। বিজেপি ক্ষমতায় এলে দেশের রাজধানী থেকে ঘৃণা ও নেতিবাচক রাজনীতি দূর করে দেবে। আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে হাজার হাজার মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছি। আমাদের উপর মানুষের আস্থা আছে। বিজেপি সবসময় গরিব মানুষ ও মহিলাদের উন্নয়নের জন্য কাজ করে।’
নাম না করে দিল্লির মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে মোদি বলেছেন, ‘যাঁরা সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চাইছিলেন, তাঁরাই বাটলা হাউস এনকাউন্টারে নিহত সন্ত্রাসবাদীদের জন্য চোখের জল ফেলেন। এই ধরনের উদ্দেশ্য ও দিশার মাধ্যমে দিল্লির উন্নয়ন সম্ভব নয়। এখানকার শাসক দল নাগরিকত্ব সংশোধনী আইনের নামে মিথ্যাচার করছে। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদের নামে কী হচ্ছে মানুষ দেখছেন। আশা করি দিল্লিবাসীও সবকিছু বুঝতে পারছেন।’
সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদের নামে কী হচ্ছে মানুষ দেখছে, আশা করি দিল্লিবাসী বুঝতে পারছেন, দ্বারকার সভায় মোদি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Feb 2020 07:06 PM (IST)
আম আদমি পার্টিকে আক্রমণ করে মোদি আরও বলেন, গত পাঁচ বছর ধরে অরবিন্দ কেজরীবাল ও তাঁর দল দিল্লির গরিব মানুষের জন্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প আটকে রেখেছেন।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -