নয়াদিল্লি: কেন্দ্রে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর চতুর্থবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী মোদি। সামনেই উৎসবের মরসুম। তাই দেশবাসীকে দশেরা, দীপাবলি, ছটের আগাম শুভেচ্ছা জানিয়ে কথা শুরু করেন তিনি। প্রথমেই নারীশক্তিকে অভিবাদন জানান প্রধানমন্ত্রী। তারপর দূরাভাষে যোগাযোগ করেন ভারতরত্ন লতা মঙ্গেশকরের সঙ্গে । শনিবার ছিল সঙ্গীতশিল্পীর ৯০ তম জন্মদিন। তাঁকে শুভেচ্ছা জানিয়ে শুরু হয় কথোপকথন।
প্রধানমন্ত্রী বলেন, “ লতা মঙ্গেশকর আমাদের সকলের প্রণম্য। উনি আমাদের বেশিরভাগের থেকে বয়সে বড়। আমাদের দেশের বিভিন্ন যুগেরও সাক্ষী তিনি। আমরা ওঁকে দিদি বলে ডাকি।”,
প্রধানমন্ত্রীর কথায় উঠে আসে ই-সিগারেটের প্রসঙ্গ। ই-সিগারেট কীভাবে যুব সমাজের ক্ষতি করে, সেকথাও বলেন তিনি। মোদি বলেন, “ আমরা সবাই জানি, তামাক শরীরের পক্ষে কতটা ক্ষতিকর। এই নেশা থেকে বেরিয়ে আসা বড়ই কঠিন। যাঁরা তামাক সেবন করেন, তাঁদের ক্যান্মার, রক্তের উচ্চচাপের মতো সমস্যার সম্ভাবনা বেড়ে যায়।....কিন্তু ই-সিগারেটের ব্যাপারে অনেকেই জানেন না। তাই সেই অজ্ঞতার সুযোগ নিয়েই অনেকের বাড়িতে ঢুকে পড়ছে ই-সিগারেট। ”
এছাড়াও প্রধানমন্ত্রী আলোচনা করেন খেলাধুলো নিয়ে। রাশিয়ান টেনিস তারকা ড্যানিল মেডভিদিভের প্রসঙ্গও উঠে আসে তাঁর বক্তব্য।