চণ্ডীগড়: ফের রেললাইনে দাঁড়িয়ে চলন্ত ট্রেনের সামনে সেলফি তোলার ‘পাগলামির’ বলি হলেন তিন তরুণ। তাঁরা সম্পর্কে আত্মীয়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হরিয়ানার পানিপথ রেলস্টেশন থেকে ২ কিমি দূরে। ময়নাতদন্তের পর মৃতদেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
জিআরপি-র স্টেশন হাউস অফিসার (পানিপথ) এম এস দাবাস জানিয়েছেন, সোমবার সন্ধেয় পানিপথ ও বাবরপুর স্টেশনের মাঝে রেললাইনে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন সানি, চমন ও কিষাণ নামে তিন তরুণ। তাঁদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। সানি ও চমনের বাড়ি পানিপথে। কিষাণের বাড়ি উত্তরপ্রদেশে। তাঁদের সঙ্গে ছিলেন দীনেশ নামে অপর এক আত্মীয়। তাঁরা চারজন রেললাইনে বসেছিলেন। দিল্লি-কালকা মেল আসছে দেখে তাঁরা সরে যাওয়ার চেষ্টা করেন। দীনেশ কোনওক্রমে বেঁচে গেলেও, বাকি তিনজনের মৃত্যু হয়। তাঁদের দেহের বিভিন্ন অংশ ১০-২০ মিটার দূরে ছিটকে পড়ে।
হরিয়ানায় রেললাইনে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু ৩ তরুণের
Web Desk, ABP Ananda
Updated at:
01 May 2019 07:52 PM (IST)
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হরিয়ানার পানিপথ রেলস্টেশন থেকে ২ কিমি দূরে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -