এক জায়গায় রাস্তা নির্মাণে ব্যবহারের জন্য রাখা দু ডজন বুলডোজার যান নকশালরা জ্বালিয়ে দেওয়ার পর সেখানকার পরিস্থিতি দেখতে যাচ্ছিলেন পুলিশকর্মীরা। রাস্তায় তাদের গাড়িতে নাশকতা চালায় নকশালরা। সংবাদ সংস্থা এএনআই প্রথমে জানায়, পুলিশের গাড়িতে ১৬ জন জওয়ান ছিলেন। তাঁরা গাডচিরোলি পুলিশের কুরখেদা কুইক রেসপন্স টিমের সদস্য। ১০ জন জখম হয়েছেন। কিন্তু পরে জানা যায়, ১৬ জনের কেউই বেঁচে নেই। জামবোরখেরা ও লেনধারির মাঝখানে বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। গত ১১ এপ্রিলও গাডচিরোলিতে মাওবাদীদের সঙ্গে সিআরপিএফ জওয়ানদের এনকাউন্টার হয়। চলতি বছরের জানুয়ারি মাসেও কুরখেদা, কোরচি, পোতেগাঁওতে রাস্তা নির্মাণের যানে আগুন ধরিয়ে দিয়েছিল মাওবাদীরা। Live: মহারাষ্ট্রের গডচিরোলিতে পুলিশের গাড়িতে আইইডি বিস্ফোরণ নকশালদের, হত ১৬,ট্যুইটে ধিক্কার মোদির
Web Desk, ABP Ananda | 01 May 2019 03:07 PM (IST)
এক জায়গায় রাস্তা নির্মাণে ব্যবহারের জন্য রাখা দু ডজন বুলডোজার যান নকশালরা জ্বালিয়ে দেওয়ার পর সেখানকার পরিস্থিতি দেখতে যাচ্ছিলেন পুলিশকর্মীরা।
#কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ বিবৃতি দিয়ে বলেছেন, গডচিরোলিতে মহারাষ্ট্রের পুলিশকর্মীদের ওপর হামলা কাপুরুষের কাজ, মরিয়া মানসিকতা। আমরা রাজ্য সরকারকে সব সাহায্য করছি। রাজ্য প্রশাসনের সঙ্গে লাগাতার যোগাযোগ রাখছে স্বরাষ্ট্রমন্ত্রক। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশের সঙ্গে এ ব্যাপারে তাঁর কথা হয়েছে বলেও জানান রাজনাথ। নয়াদিল্লি: সোমবার পঞ্চম দফার ভোটগ্রহণের প্রাক্কালে মহারাষ্ট্রের গডচিরোলিতে নকশালরা বড়সড় হামলা করল। বুধবার দুপুরে একটি পুলিশের গাড়িতে আইইডি বিস্ফোরণ ঘটায় তারা। এপর্যন্ত ১৬ জন পুলিশকর্মীর মৃত্যুর খবর মিলেছে। একটি সূত্রের খবর, ১৫ জন জওয়ান, বাকি একজন স্থানীয় নাগরিক। বিস্ফোরণের পর ঘটনাস্থলে নকশাল-পুলিশ গুলির লড়াইও হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা করে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইট করেছেন, মহারাষ্ট্রের গডচিরোলিতে আমাদের নিরাপত্তা জওয়ানদের ওপর ঘৃণ্য আক্রমণের কঠোর নিন্দা করছি। সাহসী জওয়ানদের আমার স্যালুট। ওঁদের বলিদান কখনও ভোলা যাবে না। স্বজন হারানো পরিবারগুলিকে সমবেদনা জানাই। এমন হিংসায় জড়িত অপরাধীদের কখনও রেয়াত করা হবে না।