বেঙ্গালুরুতে সেলফি তুলতে গিয়ে হ্রদে ডুবে মৃত ৩ ছাত্র
Web Desk, ABP Ananda | 15 Oct 2018 09:05 PM (IST)
বেঙ্গালুরু: ফের সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা। এবার ঘটনাস্থল বেঙ্গালুরু। আজ এখানকার নিজাগলকেরে হ্রদে সেলফি তুলতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল তিন ছাত্রর। তাঁদের দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, টুমাকুরু জেলার সিদ্দাগঙ্গা প্রি-ইউনিভার্সিটি কলেজের ৫০ জন ছাত্র একটি অনুষ্ঠানে যোগ দিতে বেঙ্গালুরু আসেন। তাঁদের মধ্যে তিনজন সিদ্ধেশ্বর মন্দিরে যান। সেখান থেকে তাঁরা হ্রদে সেলফি তুলতে যান। হঠাৎ একজন পা ফসকে জলে পড়ে যান। তাঁকে বাঁচাতে অন্য দু’জন জলে ঝাঁপান। কিন্তু কেউই বাঁচতে পারেননি। তিনজনেরই বয়স ১৬ থেকে ১৭ বছরের মধ্যে।