মার্কিন যুক্তরাষ্ট্র: ২০০৬ সালে ভারতে বাঘের সংখ্যা ছিল ১ হাজার ৪১১টি। বিগত ১৩ বছরে ভারতেই বাঘের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৬৭টি। যা দ্বিগুণের থেকেও বেশি। সোমবার বিশ্ব ব্যাঘ্র দিবসে এই তথ্য তুলে ধরে গর্ব প্রকাশ করেছিলেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইটে তিনি জানিয়েছিলেন, “ভারতে তিন হাজারের কাছাকাছি বাঘ রয়েছে। আমাদের দেশ বাঘেদের জন্য শ্রেষ্ঠ বাসস্থান হয়ে উঠেছে।” ৪৮ ঘণ্টাও কাটেনি, এরই মধ্যে ভারতের উদ্দেশে নিজের মুখপাত্র মারফৎ বার্তা পাঠালেন রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুটেরেস। তাঁর মুখপাত্র ফারাহান হক জানিয়েছেন, অবলুপ্ত প্রাণীদের সংরক্ষণ করে জীববৈচিত্রে বজায় রাখার লক্ষ্যে এটা নিঃসন্দেহেই উল্লেখযোগ্য ঘটনা। বিলুপ্তপ্রায় প্রাণীরা সংরক্ষিত হচ্ছে এবং সংখ্যায়ও বাড়ছে, এটা আক্ষরিক অর্থেই ভাল লক্ষণ।


প্রসঙ্গত, ভারতে যৌথভাবে ব্যাঘ্রসুমারি করেছে জাতীয় বাঘ সংরক্ষণ সংস্থা (এনটিসিএ) ও ভারতের বন্যপ্রাণ প্রতিষ্ঠান ডব্লুইউআইআই। ৩ লাখ ৮১ হাজার ৪০০ বর্গ কিলোমিটার অঞ্চল জুরে এই সুমারি করা হয়েছে। ব্যবহার করা হয়েছে ২৭ হাজার ক্যামেরা। মোট ১৪১টি লোকেশনে এই ক্যামেরাগুলো রাখা হয়েছিল। এতে মোট ৩ কোটি ৪৮ লাখ ছবি উঠেছে,  যার মধ্যে ৭৭ হাজার ছবি রয়েছে কেবল মাত্র বাঘেদের। উল্লেখিত এই দুই বিশেষ সংস্থার রিপোর্ট অনুযায়ী সারা দেশে বাঘেদের সংখ্যা তুলনামূলকভাবে বাড়লেও ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশে বাঘেদের সংখ্যা কমেছে, যা চিন্তার বিষয়।