আমদাবাদ: হিউস্টনে ‘হাউডি মোদি’র পর আমদাবাদে ‘নমস্তে ট্রাম্প’। ফের দুই রাষ্ট্রনায়ক একে অপরের উচ্ছ্বসিত প্রশংসা করলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন, আমেরিকার মানুষের হৃদয়ে বিশেষ জায়গা রয়েছে ভারতের। ট্রাম্প বললেন, ‘আমেরিকা ভারতকে ভালবাসে। আমেরিকা ভারতকে শ্রদ্ধা করে। আমেরিকা সর্বদা ভারতীয়দের বিশ্বস্ত বন্ধু হয়ে থাকবে।’
সোমবার ভারত সফরের প্রথম দিন দুই দেশের মধ্যে ৩ বিলিয়ন মার্কিন ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ২২ হাজার কোটি টাকা) প্রতিরক্ষা চুক্তি হওয়ার কথা ঘোষণা করেছেন ট্রাম্প। তিনি মোদিকে ‘দর কষাকষিতে কঠোর’ বলেও সম্বোধন করেছেন। পাশাপাশি বলেছেন, ‘মোদি, আপনি শুধু গুজরাতের গর্বই নন, বরং পরিশ্রমী ভারতীয়রা কী করতে পারে, তার জ্বলন্ত উদাহরণ। প্রত্যেকে আপনাকে ভালবাসে। তবে আপনাদের বলি, উনি ভীষণ কঠোর।’ মোতেরা স্টেডিয়ামে বক্তৃতা দেওয়ার সময় অতীত জীবনের ‘চা বিক্রেতা’ মোদির কথাও উল্লেখ করেন ট্রাম্প।
ভারতের মিশন ‘চন্দ্রায়ন টু’-র প্রশংসাও শোনা গিয়েছে ট্রাম্পের মুখে। বলেছেন, ‘আমেরিকা আপনাদের এ ব্যাপারে সহযোগিতা করতে চায়। মহাকাশে যে কোনও গবেষণামূলক প্রকল্পে আমরা একসঙ্গে কাজ করব।’
ভারতের বৈচিত্রের প্রশংসাও করেছেন ট্রাম্প। ‘ভারতবর্ষ এমন এক দেশে যেখানে লক্ষ লক্ষ হিন্দু, মুসলিম, শিখ, জৈন এবং খ্রিস্টান একসঙ্গে প্রার্থনা-পুজো করেন। এক এবং অবিভক্ত দেশের এক দারুণ দৃষ্টান্ত আপনারা স্থাপন করেছেন,’ বলেছেন ট্রাম্প।
মোদি সরকার দেশের প্রত্যেক বাড়িতে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়ার যে চেষ্টা করছে, তার প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন, ‘মোদির আমলে ভারতের সমস্ত গ্রামে বিদ্যুৎ পৌঁছে গিয়েছে। ৩০ কোটিরও বেশি মানুষের কাছে ইন্টারনেট পৌঁছে গিয়েছে। শীঘ্রই বিশ্বের সবচেয়ে বড় মধ্যবিত্তদের দেশে পরিণত হবে ভারত। সবচেয়ে বড় কথা, গণতান্ত্রিক এবং সহনশীল দেশ হিসাবে যা যা প্রত্যাশিত, সবই অর্জন করেছে ভারত। এই কৃতিত্ব তুলনাবিহীন।’ যোগ করেছেন, ‘ভারত মানেই অসাধারণ বৈচিত্র্যর দেশ। বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র। শক্তিশালী এবং মহৎ লোকজন।’
পাশাপাশি বলিউড ও ক্রিকেটারদের কথাও বলেছেন ট্রাম্প। উল্লেখ করেছেন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, সর্দার বল্লভভাই পটেলের নাম। পাশাপাশি ভারতের দীপাবলির কথাও বলেছেন। ট্রাম্প বলেছেন, ‘পাঁচ মাসে আগে আপনাদের মহান প্রধানমন্ত্রীকে টেক্সাসের দৈত্যাকার ফুটবল স্টেডিয়ামে স্বাগত জানিয়েছিলাম। আর আজ ভারতীয়রা আমদাবাদে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে আমাকে স্বাগত জানালেন।’ আতিথেয়তার জন্য ভারতকে ধন্যবাদও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্পের বক্তৃতার আগে নিজের বক্তব্য পেশ করেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘মোতেরা স্টেডিয়ামে আজ ইতিহাস রচিত হল। পাঁচ মাস আগে হাউডি মোদি দিয়ে আমেরিকা সফর শুরু করেছিলাম। আর আজ আমার দারুণ বন্ধু ট্রাম্প আমদাবাদে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভারত সফর শুরু করলেন। দীর্ঘ বিমানসফরের পর ভারতে পৌঁছে ট্রাম্প দম্পতি সবরমতী আশ্রমেও গিয়েছিলেন।’
মোদির অনুরোধে মোতেরা স্টেডিয়ামের দর্শকেরা ‘ভারত-আমেরিকা বন্ধুত্ব দীর্ঘজীবী হোক’ স্লোগান তুলেছিলেন। সেই আবহেই মোদি বলেন, ‘ভারত-আমেরিকা সম্পর্ক এখন আর পাঁচটা পার্টনারশিপের চেয়ে আলাদা। এই সম্পর্ক আরও মজবুত, অটুট। একটা হল স্বাধীনদের দেশ। আর একটা দেশ মনে করে গোটা বিশ্ব একটাই পরিবার। এক দেশে স্ট্যাচু অফ লির্বাটি রয়েছে। আর এক দেশে স্ট্যাচু অফ ইউনিটি রয়েছে। ট্রাম্প অনেক বড় পরিসরে ভাবেন। ওঁর নেতৃত্ব গোটা বিশ্ব দেখেছে।’
প্রসঙ্গত, এটাই ট্রাম্পের প্রথম ভারত সফর। মঙ্গলবার দিল্লিতে বাণিজ্য ও প্রতিরক্ষা সংক্রান্ত একাধিক চুক্তি সারার কথা মার্কিন প্রেসিডেন্টের।
ভারতের সঙ্গে ৩ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তির ঘোষণা, ট্রাম্প বললেন, কঠিন হাতে দর কষাকষি সামলান মোদি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Feb 2020 05:49 PM (IST)
এটাই ট্রাম্পের প্রথম ভারত সফর। মঙ্গলবার দিল্লিতে বাণিজ্য ও প্রতিরক্ষা সংক্রান্ত একাধিক চুক্তি সারার কথা মার্কিন প্রেসিডেন্টের।
ট্রাম্পকে স্বাগত জানাচ্ছেন মোদি। ছবি- পিআইবি
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -