নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দিয়ে করোনা ভাইরাস মোকাবিলায় রবিবার দেশজুড়ে ‘জনতা কার্ফু’ পালন করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন দুই প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংহ ও মহম্মদ কাইফ। তাঁদের এই উদ্যোগের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী। তাঁর ট্যুইট, ‘এই দুই দুর্দান্ত ক্রিকেটারের পার্টনারশিপ সবসময় আমাদের মনে থাকবে। এখন তাঁদের কথা অনুযায়ী, আরও একটি পার্টনারশিপ দরকার। এবার করোনা ভাইরাস মোকাবিলায় সারা ভারত সঙ্গী হবে।’

বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘রবিবার সকাল সাতটা থেকে রাত ৯টা পর্যন্ত জনতা কার্ফু পালন করুন। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ছাড়া কেউ বাড়ি থেকে বেরোবেন না। নিজেকে সংক্রামিত হওয়ার হাত থেকে বাঁচাতে হবে, একইসঙ্গে অন্যদেরও রক্ষা করতে হবে।’ প্রধানমন্ত্রীর এই আহ্বানকে সমর্থন জানিয়ে ট্যুইট করেন যুবরাজ ও কাইফ। সেই কারণেই তাঁদের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী।