নয়াদিল্লি: #মি টু আন্দোলনের সমর্থনে মুখ খুললেন রাহুল গাঁধী, বললেন, বদল আনার জন্য সত্যিটাকে সজোরে, স্পষ্ট, সরাসরি বলার সময় হয়েছে। যদিও কেন্দ্রীয় মন্ত্রী এম জে আকবরের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করেননি কংগ্রেস সভাপতি। বিদেশ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে তাঁর প্রাক্তন মহিলা সহকর্মীরা মিডিয়ায় সম্পাদক থাকাকালে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন। তাঁর পদত্যাগের দাবিও উঠেছে।





ট্যুইটারে রাহুল লিখেছেন, প্রত্যেকে মেয়েদের সম্মান, শ্রদ্ধা করতে শিখুন, সময় এসেছে। আমার এটা দেখে ভাল লাগছে যে, যারা তা করেন না, তাদের রেহাই পাওয়ার পরিসর বন্ধ হয়ে যাচ্ছে। বদল ঘটানোর জন্য সত্যিটা সজোরে বলা প্রয়োজন। হ্যাশট্যাগ মি টু ব্যবহার করেছেন তিনি।
নানা পেশায় কর্মরত মহিলারা সম্প্রতি অতীতে তাঁদের ওপর যৌন নির্যাতন ঘটেছে বলে প্রভাবশালী লোকজনের দিকে আঙুল তুলছেন। যা মি টু মুভমেন্ট এই পোশাকী নামও পেয়েছে। রাহুল গতকাল মি টু আন্দোলনকে বড় ইস্যু বলে মন্তব্য করে জানান, সাংবাদিক সম্মেলন করে তিনি এ ব্যাপারে বিস্তারিত নিজের মতামত জানাবেন।