স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ‘সংসদে যখন নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আলোচনা হচ্ছিল, তখন কেউই কিছু বলতে চায়নি। বেরিয়ে এসে ওরা ভুল তথ্য ছড়াতে থাকে এবং দিল্লির শান্তি বিঘ্নিত করে।’
অসম, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, উত্তরপ্রদেশ সহ দেশের বিভিন্ন জায়গায় নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভ চলছে। দিল্লিতেও হিংসাত্মক হয়ে উঠেছে বিক্ষোভ। জামিয়া নগরে বিক্ষোভ চলাকালীন বাস পোড়ানো হয়েছে। সংঘর্ষ চলাকালীন বেশ কয়েকজন পুলিশকর্মী ও ছাত্র-ছাত্রী জখম হন। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেন, শহুরে মাওবাদীরা গুজব রটাচ্ছে এবং হিংসা ছড়াচ্ছে। এবার স্বরাষ্ট্রমন্ত্রীও বিক্ষোভকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন।
সামনেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। তার আগে কংগ্রেসকেও চাপে রাখার চেষ্টা করলেন অমিত শাহ, এমনই মত রাজনৈতিক মহলের।