ভাস্কর মুখোপাধ্যায়, এরশাদ আলম, বীরভূম : 'উনি ধূমকেতুরও অধম। ধূমকেতুকে তাও দেখা যায়, ওঁকে তো দেখাই যায় না।' কটাক্ষ এলাকার বাসিন্দাদের। বীরভূমে (Birbhum) দিদির দূত কর্মসূচিতে (Didir Dut Campaign) গিয়ে ফের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক (TMC MLA) আশিস বন্দ্যোপাধ্যায় (Asish Banerjee)। রামপুরহাটের পর এবার মহম্মদবাজার। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
ক্রমাগত বিক্ষোভের মুখে
রবিবারের পর মঙ্গলবার। দিদির দূত কর্মসূচিতে গিয়ে ফের গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন রামপুরহাটের তৃণমূল বিধায়ক ও বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। রবিবার রামপুরহাটের বালিয়াডাঙায় সরকারি পরিষেবা নিয়ে গ্রামবাসীদের একাধিক অভাব অভিযোগ শুনতে হয়েছিল তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্য়ায়কে। মঙ্গলবার মহম্মদবাজার ব্লকের কাপাসডাঙায় গিয়ে আরও তীব্র ক্ষোভের মুখে পড়লেন তিনি। রামপুরহাটের তৃণমূল বিধায়ককে আসতে দেখে তাঁর গাড়ি আটকান স্থানীয় গ্রামসভার নেতা ও কয়েকজন এলাকাবাসী। তা নিয়ে শুরু হয়ে যায় বাদানুবাদ।
বিধায়ককে বিক্ষোভের মুখে পড়তে দেখে এগিয়ে আসে পুলিশ। বিক্ষুব্ধ গ্রামসভার নেতাকে ঠেলে বিধায়কের গাড়ির সামনে থেকে সরিয়ে দেন এক ব্যক্তি । কিন্তু তারপরেও ক্ষোভ উগরে দিতে থাকেন তিনি। গ্রামসভার নেতা তথা বিক্ষোভ দেখানো সুশীল মুর্মু বলেছেন, 'এখনও পর্যন্ত কোনও ডেভলপমেন্ট হয়নি পাথুরে এলাকায়। ইনি বিধায়ক। এতক্ষণে আসছেন উনি। কোনওদিনও এলাকায় দেখতে পাওয়া যায় না। উনি ধূমকেতুরও অধম। ধূমকেতুকে তাও দেখা যায়। উনাকে তো দেখাই যায় না।'
বিক্ষোভ ও যাবতীয় অভিযোগ নিয়ে আশিস বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, 'সিন ক্রিয়েট করেছেন নিউজ করার জন্য।' তবে শুধু গ্রামসভার নেতাই নন। গ্রামে পানীয় জল পরিষেবা ও নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ গ্রামবাসীরাও। প্রসঙ্গত, বীরভূমে দিদির দূতদের কর্মসূচিতে ক্ষোভ-বিক্ষোভ যেন লেগেই রয়েছে। সাংসদ হোন বিধায়ক হোন বা অন্য কোনও নেতা, ক্ষোভ-বিক্ষোভের মুখে পড়তে হয়েছে একাধিক তৃণমূল নেতাকে। প্রসঙ্গত, জেলায় জেলায় দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ছেন, তৃণমূলের জনপ্রতিনিধিরা।
দিদির দূত কর্মসূচিতে মানুষের বিক্ষোভ প্রসঙ্গে দলীয় নেতৃত্বকে বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, 'রাস্তা দিয়ে গেলে মানুষ কিছু বলবে না, তা নয়, ক্ষোভ থাকতেই পারে। মানুষের কিছু জানানোকে বিক্ষোভ বলে না।' ক্ষোভ-বিক্ষোভ টানা চললেও কর্মসূচি যে চলবেই, সেটা কার্যত বুঝিয়েই দলীয় নেতাদের বার্তা দিয়ে রেখেছেন তৃণমূল সুপ্রিমো।
আরও পড়ুন- ধাক্কা অনুব্রত মণ্ডলের, রাউস অ্যাভিনিউ আদালতে জামিনের আবেদন খারিজ